রাবিতে শিক্ষার্থীদের নিয়ে উদ্যোক্তা বিষয়ক বিশেষ সেমিনার ২০ জুলাই

Share the post
সৈয়দ মাহিন,রাজশাহী বিশ্ববিদ্যালয়: ‘উচ্চশিক্ষিত বেকার নয়, উচ্চশিক্ষিত জনশক্তি’ এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে  ‘এম্পাওয়ারিং ইয়ুথ ফর ইকোনমিক রেভ্যুলেশন’ শীর্ষক সেমিনার আয়োজন করতে যাচ্ছে। আগামী ২০ জুলাই (রবিবার) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হবে৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব।
সেমিনারের টেকনিক্যাল সেশনে Rajshahi University business idea competition (RUBiC) এবং ন্যাশনাল সেমিনারের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরবেন রাবি আইকিউএসি -এর পরিচালক ড. মো. আবু রেজা। তরুণ উদ্যোক্তাদের উদ্দীপ্ত করবেন এসএমই ফাউন্ডেশনের এমডি আনোয়ার হোসেন চৌধুরী। এছাড়াও দিক নির্দেশনামূলক বক্তব্য এবং বাণিজ্য শিল্পায়নে বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সহযোগিতা বিষয়ে আলোচনা করবেন ইউজিসি-এর ডেপুটি ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনিরুল্লাহ এবং Aspire to Innovate(a2i) এর পরিচালক তৌফিকুর রহমান৷
সেমিনারে অংশগ্রহণের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হবে আগামী ৪ জুলাই এবং শেষ হবে ১০ জুলাই রাত ১২ টায়৷ সেমিনারে রাবির ৬০০ শিক্ষার্থী ও ২০০ জন শিক্ষক রেজিষ্ট্রেশন করার সুযোগ পাবেন৷ শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন ফ্রি ২৫০ টাকা ও শিক্ষকদের জন্য রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকা।
রেজিষ্ট্রেশন লিংক : https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdiL7Pn560MXjenp9p45jYaKSOTINIz84nSJ W-riMuc9vwDOw/viewform লিংকের মাধ্যমে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ইউনাইটেড চ্যারিটি ফাউন্ডেশন অফ বাংলাদেশ। চট্টগ্রাম বিভাগীয় নতুন কমিটি ঘোষণা।

Share the post

Share the postমোঃ রুবেল: ইউনাইটেড চ্যারিটি ফাউন্ডেশন অফ বাংলাদেশ।স্বেচ্ছায় রক্তদান নিয়ে কাজ করছে সামাজিক সংগঠন’ ইউনাইটেড চ্যারিটি ফাউন্ডেশন অফ বাংলাদেশ, বাংলাদেশের ৬৪ টি জেলায় ও ৮ বিভাগের চলোমান কর্যক্রম। চট্টগ্রাম বিভাগীয় কমিটি নিয়ে নতুন পথ চলার দায়িত্ব তুলে দেওয়া হল। একের কাঁদে অন্য হাত,মানবতার বাঁধন টিকে থাক,এই স্লোগানকে বুকে লালন করে একদণ তরুণ স্বেচ্ছাসেবক মানবতার […]

চন্দনাইশে মানবতার ফেরিওয়ালার পক্ষ থেকে এক নারীকে সেলাই মেশিন উপহার

Share the post

Share the postমোঃ রুবেল খান, চট্টগ্রাম:চন্দনাইশের মধ্যম হাশিমপুর ৪নং ওয়ার্ডের মোজাহের পাড়ার বাসিন্দা মুন্নি নামে এক নারীকে সেলাই মেশিন উপহার দিয়েছে মানবতার ফেরিওয়ালা স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নারী উদ্যোক্তা তৈরির মাধ্যমে স্বাবলম্বী করতে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।