

শাহরিন ইসলাম,রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমানন হলে শার্ট ও ক্যাপ পরিয়ে বান্ধবীকে হলে এনে রাত্রিযাপন করেছেন এক আবাসিক ছাত্র। ৪ জুন রাতের এ ঘটনায় আবাসিক শিক্ষার্থী মো. নাজমুল ইসলামকে হল থেকে বহিষ্কার করেছে হল প্রশাসন। নাজমুল বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী এবং তার বান্ধবীও একই বিভাগের ও একই বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী দুই ছাত্র জানান, তারা ভোরে বাড়ির উদ্দেশে বের হচ্ছিলেন। ঠিক তখনই তারা দেখেন, এক যুবক সাইকেলে করে বের হচ্ছেন এবং পেছনে বসা একজন তরুণীর গায়ে স্কুলের শার্ট ও মাথায় ক্যাপ। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা তাকে ধরার চেষ্টা করেন, তবে ব্যর্থ হন। গেটম্যানও চেষ্টা করেও তাকে থামাতে পারেননি।
পরবর্তীতে অভিযুক্ত শিক্ষার্থী নাজমুল বিষয়টি স্বীকার করে জানান, ৩ জুন ছিল তার জন্মদিন। কেক কাটতে গিয়ে রাত হয়ে গেলে বান্ধবী মেসে ফিরতে না পেরে তাকে হলে থাকার অনুরোধ করে। এজন্য তিনি তাকে হলে নিয়ে আসেন বলে দাবি করেন।
এ বিষয়ে হল প্রভোস্ট ড. মো. মোতাহার হোসেন বলেন, “ঘটনাটি সত্যি এবং আমরা তার সিট বাতিলের সিদ্ধান্ত নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি পরবর্তী ব্যবস্থা নেবে।”
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, “ঘটনাটি সত্য হলে এটি গুরুতর অপরাধ। আমরা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেব।”
হলের শিক্ষার্থীরা এই ঘটনাকে ভয়াবহ অপরাধ আখ্যা দিয়ে অভিযুক্ত ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানিয়েছেন। একইসাথে হল প্রভোস্ট ও দায়িত্বরতদের জবাবদিহিতার আওতায় আনার দাবিও তুলেছেন।