রাতের আধারে শীতার্তদের মাঝে আঁরা বোয়ালখাইল্লা পরিবারের শীতবস্ত্র বিতরণ
বোয়ালখালী প্রতিনিধি: দিন যত বাড়ছে শীতের তাপমাত্রাও ততো বৃদ্ধি পাচ্ছে। এই শীতে কষ্ট পাওয়া সেই সব মানুষগুলির পাশে দাঁড়িয়েছে আঁরা বোয়ালখাইল্লা পরিবার। গভীর রাতে কম্বল হাতে ছুটে যান মানুষের দ্বারে দ্বারে। বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগীয় কমিটি’র (দক্ষিণ) সহ-সভাপতি হাজী মোহাম্মদ নবী হোসেন এর সার্বিক সহযোগীতায় রবিবার (১৭ জানুয়ারী) বোয়ালখালীস্থ নগরীর বিভিন্ন এলাকায় গভীর রাতে অসহায় সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন আঁরা বোয়ালখাইল্লা পরিবারের সদস্য ইয়াছিন চৌধুরী, এস এম নাঈম উদ্দীন, মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, সৈয়দ আরমান, শাহাদাত হোসাইন জুনাইদী প্রমুখ। আঁরা বোয়ালখাইল্লা পরিবারের আয়োজনে ইতোমধ্যে সামাজিক ও শিক্ষামূলক বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে তা ব্যপকভাবে চারদিকে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এই কর্মকান্ডকে সাধুবাদ জানাই। তারই অংশ হিসেবে ভিডিও বার্তার পাশাপাশি সমাজের অসহায় সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। এই ধারাবাহিকতা আগামিতেও অব্যাহত থাকবে।