

সৈয়দ মাহিন ,রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :রাজশাহীতে অবস্থানরত সাভার-ধামরাই স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের ২০২৫-২৬ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আরবী বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ইয়াসির আরাফাত সিফাত এবং সাধারণ সম্পাদক হিসেবে ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগের ২০২০-২১ সেশনের আলমগীর এইচ রানা নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৫ আগস্ট) সংগঠনটির এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সাদ আহমেদ, আফরোজা আক্তার, শরীফ আল আহম্মেদ। যুগ্ম-সাধারণ সম্পাদক শাফায়েত হোসেন,সাংগঠনিক সম্পাদক শাহতা মিনহাজ রাহী প্রত্যয়, সহ-সাংগঠনিক সম্পাদক রিচমা আহমেদ, দপ্তর সম্পাদক অনিক পাল, সহ-দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, কোষাধ্যক্ষ নিলয় হাসান, সহ-কোষাধ্যক্ষ্য মায়মুনা আহমেদ নীম, প্রচার সম্পাদক রিসাত হোসেন হৃদয়, সহ-প্রচার সম্পাদক রোহান শাহরিয়ার, আপ্যায়ন সম্পাদক মো: সাইম আলম, সহ-আপ্যায়ন সম্পাদক নাবিদ শেখ,মোবারক হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক সাব্বির হোসেন, সহ-ছাত্রকল্যাণ সম্পাদক পরশ আহমেদ,প্রোগ্রাম ম্যানেজমেন্ট সম্পাদক মো: রাজীন রাব্বি সৈকত, সহ-প্রোগ্রাম ম্যানেজমেন্ট সম্পাদক আরাফাত হোসেন, প্রতাপ রয়, ছাত্রী বিষয়ক সম্পাদক সিনথিয়া হামিদ মিষ্টি , সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক সাকিবা রহমান, সাংস্কৃতিক সম্পাদক মাহিয়া আহমেদ, সহ-সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ শেখ, খেলাধুলা বিষয়ক সম্পাদক আসিফ,সহ-খেলাধুলা বিষয়ক সম্পাদক ইশরাক আতিক।
নবগঠিত কমিটির সভাপতি ইয়াসির আরাফাত সিফাত অনূভুতি ব্যাক্ত করে বলেন, আজকে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত যে আমাকে সাভার ধামরাই স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি বিশ্বাস করি, এই পদ কোনো ব্যক্তিগত মর্যাদার প্রতীক নয়; বরং এটি একটি মহান দায়িত্ব, যা আমাদের সমিতির সকল শিক্ষার্থীর কল্যাণ, সহযোগিতা ও ঐক্যের জন্য কাজ করার অঙ্গীকার।
আমি আশা করি, আপনাদের সহযোগিতা, দোয়া ও ভালোবাসা নিয়ে আমরা সবাই মিলে ভাতৃত্ব বন্ধনে পথ চলতে পারবো ইনশাআল্লাহ।