রাজধানীর বাইরেও বাড়ছে করোনা সংক্রমণ

Share the post

রাজধানীর বাইরেও বাড়ছে করোনা সংক্রমণ। বিভিন্ন জেলায় সংক্রমণ বাড়ার লক্ষণ এখন স্পষ্ট। এই পরিস্থিতিতে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিচ্ছেন চিকিৎসকেরা।ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীর সংখ্যা নেমেছিল ৪ জনে। কিন্তু, এখন সেই সংখ্যা ২০ জনের বেশি।

নতুন করে সংক্রমণ বৃদ্ধি নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। এই অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিচ্ছে স্বাস্থ্য বিভাগ।
সপ্তাহ দুয়েক আগেও চট্টগ্রাম নগরী এবং আশপাশের উপজেলায় করোনা আক্রান্তের হার ছিল কম। কিন্তু, গত কয়েকদিনে বদলে যেতে শুরু করেছে সেই চিত্র।

সিলেট বিভাগে সবচেয়ে কম শনাক্তের হার ছিল ৮ মার্চ। সেদিন কেবল একজনের শরীরে করোনার অস্তিত্ব মেলে। তবে চলতি সপ্তাহে আবারও বেড়েছে সংক্রমণ। সিলেট-লন্ডন ফ্লাইট চালু থাকায় এ অঞ্চলে করোনার নতুন ধরনের সংক্রমণের ঝুঁকির বিষয়টি অনেকদিন ধরেই আলোচনায়।

করোনা সংক্রমণ বাড়ার তথ্য আসছে ফরিদপুর, লক্ষ্মীপুর, বাগেরহাটের মতো জেলাগুলো থেকেও।
বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পড়া নিশ্চিত করতে প্রশাসনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

দেশে গত এক দিনে আরো ১ হাজার ১৫৯ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ১৮ জনের। দৈনিক শনাক্ত রোগীর এই সংখ্যা গত আড়াই মাসের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে গতবছরের ৩০ ডিসেম্বর এর চেয়ে বেশি রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন মোট ১ হাজার ২৩৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। আর এক দিনে মৃত্যুর এই সংখ্যাও গত সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২৪ জানুয়ারি ২০ জনের মৃত্যুর খবর এসেছিল।সংক্রমণ বাড়তে থাকায় পরীক্ষার তুলনায় দৈনিক শনাক্তের হারও ৪ জানুয়ারির পর প্রথমবারের মত ৭ শতাংশ পেরিয়ে গেছে। গত একদিনে পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৭ দশমিক ১৫ শতাংশ ছিল বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত ৭

Share the post

Share the post আশিকুর রহমান,নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পাঁচদোনা মোড়ে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ ও সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন গুলিবিদ্ধসহ অন্তত সাত জন আহত হয়েছেন।রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় সদর উপজেলার পাচঁদোনা মোড়ে (ঢাকা-সিলেট মহাসড়ক) এ সংঘর্ষের ঘটনা ঘটে। টানা […]

ভোলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি: “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বের হওয়া র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে […]