রাঙ্গুনিয়ায় শারদীয় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি
তহিদুল ইসলাম,রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালনের জোর প্রস্তুতি চলছে। তবে, করোনা ভাইরাসের কারণে এবার দুর্গাপূজা জাঁকজমকপূর্ণ ভাবে পালন হবে না বলে জানান সনাতন ধর্মাবলম্বীরা। আগামী ২২ অক্টোবর থেকে দুর্গাপূজা শুরু হবে। করোনা ভাইরাসের কারণে এবার দুর্গোৎসবের চির পরিচিত আমেজ থাকছে না। উৎসবের সবক্ষেত্রেই থাকছে স্বাস্থ্যবিধি মেনে চলার কড়া নির্দেশ। পূজা হবে কেন্দ্রীয় কমিটির ২৬টি নির্দেশনা মেনে। যেখানে বাজানো যাবে না মাইক, করা যাবেনা আরতি প্রতিযোগিতার আয়োজন। তবে দুর্গাপূজার প্রস্তুতিতে কোনো কমতি নেই। রাঙ্গুনিয়ার ১৫৫টি পূজা মন্ডপে বেশ জোর দিয়েই চলছে প্রতিমা বন্দনার প্রস্তুতি। সরেজমিনে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখা গেছে, মন্ডপে মন্ডপে চলছে সাজসজ্জার কাজ। ইতিমধ্যেই অধিকাংশ পূজা মন্ডপে প্রতিমা নিয়ে আসা হয়েছে। অধিকাংশ প্রতিমা এবার চট্টগ্রাম শহর, রাউজানের নোয়াপাড়াসহ বিভিন্ন এলাকা থেকে আনা হচ্ছে। তবে সীমিত সংখ্যক প্রতিমা তৈরির কাজ চলছে কিছু কিছু পূজা মন্ডপে। পূজা উপলক্ষে প্রতিটি সনাতন ধর্মালম্বী পরিবারে নতুন পোশাক ক্রয়েরও হিড়িক পড়েছে। চট্টগ্রাম উত্তরজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি নির্মল কান্তি দাশ জানান, এবার রাঙ্গুনিয়ার ১৫৫টি পূজামন্ডপে প্রতিমা পূজা হবে। এরমধ্যে দুইটিতে হবে ঘট পূজা। এরই মধ্যে উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় অবস্থিত পূজা মন্ডপ গুলোয় প্রতিমা স্থাপনসহ সার্বিক প্রস্তুতির কাজ শেষে।