রাঙ্গুনিয়ায় লালানগর এবং দক্ষিণ রাজানগর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
মুজিব বর্ষের আহ্বান তিনটি করে গাছ লাগান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে রাঙ্গুনিয়া লালানগর এবং দক্ষিণ রাজানগর ইউনিয়ন ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি সম্পূর্ণ। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিটি দক্ষিণ রাজানগর ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন লালানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন। দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল। দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কাঞ্চন চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক জসিম তালুকদার, ধামাইরহাট বাজার কমিটির সেক্রেটারী মোঃ সেলিম। এবং সাবেক ছাত্র নেতা কাজী আজিজুল ইসলাম। দক্ষিণ রাজানগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জিকু শীল লালানগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকরাম তালুকদার, লালানগর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, রাজানগর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাকিব, পৌরসভা ছাত্রলীগ নেতা জাবেদ, লালানগর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাগর এবং ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাকিব সঞ্জয় অমিত সাইফু আরমান তানভীর সহ আরো অনেকে। এই সময় লালানগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আকরাম তালুকদার বলেন আমাদের এই কর্মসূচিটি অব্যাহত থাকবে।