রাঙ্গাবালীতে দাওয়াতে সুফি বাংলাদেশ-এর বার্ষিক সম্মেলন
মোঃ আশরাফুল ইসলাম রাঙ্গাবালী,(পটুয়াখালী):ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দাওয়াতে সুফি বাংলাদেশ এর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল
৪টায় উপজেলার খালগোড়া বাজার এলাকার মমতাজিয়া মোহাম্মদিয়া কমপ্লেক্সে এ
সম্মেলন অনুষ্ঠিত হয়।
দাওয়াতে সুফি বাংলাদেশ সহসভাপতি ও জাহাঁগীরিয়া শাহসূফি মমতাজিয়া
দরবার শরিফের সাহেবজাদা মাওলানা মোহাম্মদ আহসান আলী এর সভাপতিত্বে
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাওয়াতে সুফি বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও জাহাঁগীরিয়া শাহসূফি মমতাজিয়া দরবার শরীফ চট্টগ্রামের পীরসাহেব শাহ্সূফি সৈয়্যদ মোহাম্মদ আলী শাহ ।
এ সম্মেলনে বক্তব্য রাখেন আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন,
আনজুমান এ জাহাঁগিরিয়া শাহসূফি মমতাজিয়া ট্রাস্ট এর প্রধান সমন্বয়ক,
মাওলানা মোহাম্মদ গোলাম রাব্বানী (আখী), মাওলানা মোহাম্মদ বশির উদ্দীন
ফারুক, বরিশাল শ্রীরামপুর দরবার শরিফের পীরজাদা মাওলানা মোহাম্মদ রিয়াজ উদ্দিন
ঢালী ও বরিশাল তাসরিফুল হিকমা প্রি-ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবু সাইদ চৌধুরী, এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে আগত
ওলামায়ে কেরামগণ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন করেন।
এসময় বক্তরা বলেন ‘দাওয়াতে সুফি বাংলাদেশ একটি অরাজনৈতিক ও তাসাউফভিত্তিক দ্বীনি সংগঠন। এ সংগঠন কুরআন, হাদিস ও আউলিয়ায়ে কেরামের শিক্ষার আলোকে সমাজে শান্তি ও মানবিকতা প্রতিষ্ঠায় কাজ করে
যাচ্ছে।’ তারা আরও বলেন, ‘বর্তমানে যুব সমাজ নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত
হচ্ছে। তাদের সঠিক পথে ফিরিয়ে আনার জন্য আলেম-ওলামা ও পীর-মাশায়েখদের
সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। দাওয়াতে সুফি বাংলাদেশ সেই লক্ষ্যে কাজ করছে।
সম্মেলন শেষে বিশ্ব মুসলিম উম্মাহ ও ফিলিস্থিনের নির্যাতিত মুসলমানদের জন্য
বিশেষ মোনাজাত করা হয়।