রাকসু বাস্তবায়নে চার দফা দাবি শিক্ষার্থীদের

Share the post

সৈয়দ মাহিন,রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ঘিরে আচরণবিধি, খসড়া ভোটার তালিকা এবং নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ‘বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী সমাজ’। সোমবার (৫ মে) দুপুর ১টায় রাকসু ভবনের সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সালমান সাব্বির। তিনি বলেন, রাকসু হলো শিক্ষার্থীদের গণতন্ত্র চর্চা ও ভবিষ্যৎ নেতৃত্ব গড়ার মাধ্যম। ৩৬ বছর ধরে নির্বাচনের দাবিতে আন্দোলন চললেও চব্বিশের বিপ্লব পরেও এই অধিকার বাস্তবায়িত হয়নি। জুলাই অভ্যুত্থানের ৯ দফার একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল ছাত্র সংসদ নির্বাচন দ্রুত আয়োজন ও লেজুড়বৃত্তিক রাজনীতির অবসান। এর লক্ষ্য ছিল ছাত্রসমাজকে গণতন্ত্র চর্চায় যুক্ত করে জাতীয় নেতৃত্বে অংশগ্রহণ নিশ্চিত করা।

তিনি আরও বলেন, রাকসু নির্বাচন নিয়ে প্রশাসনের বিভিন্ন অংশের ভূমিকা ও দৃষ্টিভঙ্গি প্রশ্নবিদ্ধ। ঘোষিত রোডম্যাপ বারবার উপেক্ষিত হয়েছে। ১৩ এপ্রিল আচরণবিধি ও ২৮ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশের কথা থাকলেও তা এখনও হয়নি। এতে করে নির্বাচন নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত বিলম্ব ও অপকৌশলের সন্দেহ তৈরি হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কিছুদিন আগে রাকসু নির্বাচন কমিশন গঠিত হলেও এখনো কোনো বৈঠক হয়নি। এদিকে, সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা ক্যাম্পাসের শিক্ষা ও নিরাপত্তা পরিবেশকে বিঘ্নিত করছে। ২৮ এপ্রিল ২০২৫ পর্যন্ত যাদের ছাত্রত্ব রয়েছে, কেবল তাদেরই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে—না হলে তা হবে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন ও নির্বাচন বানচালের অপচেষ্টা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা চার দফা দাবি তুলে ধরেন:

১. আগামী ৩ দিনের মধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে হবে। ২৮ এপ্রিলের পরে ভর্তি হওয়া কোনো শিক্ষার্থীকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না।

২. রাকসু নির্বাচনের নির্ধারিত সময়সূচি মেনে পূর্ণাঙ্গ পরিকল্পনা ও রাকসুর নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে।

৩. নির্বাচন কমিশনকে আগামী ৭ দিনের মধ্যে সকল স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে রাকসুর তফসিল ঘোষণা করতে হবে।

৪. ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে বহিরাগত বাইক প্রবেশে নিষেধাজ্ঞা এবং বহিরাগত প্রবেশ সীমিত করতে হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

আলমডাঙ্গা থানাধীন তিয়রবিলা পুলিশ ক্যাম্প কর্তৃক ডাকাতির প্রস্তুতিকালে বিদেশী ও দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্রগুলি,ডাকাতি করার সরঞ্জাম,পুলিশ এর পোশাক,ওয়াকিটকি এবং মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আন্তঃজেলা ডাকাতদলের ০৬জন সক্রিয় সদস্য গ্রেফতার।

Share the post

Share the postআলমডাঙ্গা থানাধীন তিয়রবিলা পুলিশ ক্যাম্প কর্তৃক ডাকাতির প্রস্তুতিকালে বিদেশী ও দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্রগুলি,ডাকাতি করার সরঞ্জাম,পুলিশ এর পোশাক,ওয়াকিটকি এবং মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আন্তঃজেলা ডাকাতদলের ০৬জন সক্রিয় সদস্য গ্রেফতার। আলমডাঙ্গা থানাধীন তিয়রবিলা পুলিশ ক্যাম্প পুলিশ চেকপোস্ট,রাত্রিকালীন রণপাহারা ডিউটি, ক্যাম্প এলাকায় অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল, তালিকাভুক্ত চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার অভিযান পরিচালনাকালে […]

রাবিতে শিক্ষার্থীদের পেটানোর পরিকল্পনার স্কিনশট ফাঁস, ছাত্রদল জড়িত থাকার অভিযোগ

Share the post

Share the postবিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের পেটানোর পরিকল্পনার একটি কথোপকথনের স্কিনশট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। স্ক্রিনশটটিতে ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে কথোপকথন করতে দেখা গেছে। সেখানে একজন বলেছেন “ক্যাম্পাসের বাইরে ভেতরে না মামা এদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই পিটাতে হবে”। যা নিয়ে ক্যাম্পাসজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সোমবার (৫ মে) সকালে হোয়াটসঅ্যাপের গ্রুপের এই […]