রাইজিং স্টার চ্যারিটি বাংলাদেশের সুপার লেডি কনক
এস এইছ জনি: রাইজিং স্টার চ্যারিটি বাংলাদেশের একজন সুপার লেডিকে নিয়ে কিছু কথা আমাদের নিউজ২১ এ লিখতে চাই। তিনি হলেন এই চ্যারিটির প্রধান উপদেষ্টা রাজিয়া হক কনক(Razia Haque Konok)। এক কথায় সুপার লেডি। যিনি কিনা বিহাইন্ড দা ক্যামেরা সকল কার্য্যকর্ম চালিয়ে যাচ্ছেন। রাইজিং স্টার চ্যারিটি বাংলাদেশের“২০ টাকার উপহার , অসহায় মানুষের ইফতার “ প্রকল্পের প্রতিদিনের ৩০০-৪০০ লোকের ইফতারের ব্যবস্থার অর্থায়নের ১০০ ভাগই , রাইজিং স্টার চ্যারিটি বাংলাদেশের সুপার লেডি করে থাকেন। এ বিষয়ে জানতে চাইলে রাইজিং স্টার চ্যারিটি

বাংলাদেশের সিইও এবং ফাউন্ডার আবির আহমেদ খান বলেন প্রতিদিনের বাজার থেকে শুরু করে রান্নার বেশির ভাগ আইডিয়া , এই সুপার লেডির। যারা যারা অনুদান দিচ্ছেন “রাইজিং স্টার চ্যারিটি বাংলাদেশে“ সবার কথা মাথায় রেখে প্রতিদিন ভিন্ন ভিন্ন মেন্যু পছন্দ করা, কি করলে অসহায় মানুষগুলো শান্তিতে ইফতার করতে পারবে এই সকল বিষয়ে খেয়াল রাখেন এই সুপার লেডি। এবং রাইজিং স্টার চ্যারিটি বাংলাদেশের প্রতিটা পোষ্টের প্রবন্ধ লিখে দেওয়াটা পর্যন্ত এই সুপার লেডি করে থাকেন। এই সুপার লেডি রাইজিং স্টার চ্যারিটি বাংলাদেশের সাথে কাজ করছেন খুব বেশি দিন নয়, কিন্তু এই অল্প কিছু দিনে যতটুকুই এগিয়েছে রাইজিং স্টার চ্যারিটি বাংলাদেশ, বিগত বছর গুলোর চেয়ে অনেক বেশি। ইনশাল্লাহ পাশে এভাবে ছায়ার মত থাকলে, রাইজিং স্টার অনেক দুর এগিয়ে যাবে। রাইজিং স্টারের পক্ষ থেকে এই সুপার লেডিকে জানাই সেল্যুট।