যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু র উদ্যোগে ৩৬ নং গেসাইলডাঙ্গা ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরন কর্মসুচি অনুষ্টিত।
চট্টগ্রাম সংবাদ : মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে,বাংলাদেশ আওয়ামী যুবলীগ কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাঈনুল হাসান খান নিখিলের নির্দেশনায় আজ সকাল দশটায় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু র উদ্যোগে ৩৬ নং গোসাাইল ডাঙ্গা ওয়ার্ডের পশ্চিম নিমতলা দুই তলা মসজিদ প্রাঙ্গনে পাঁচ শতাধিক দুষ্হ মানুষের মাঝে নিত্য প্রয়েজনী খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
মাসুদুল আলম জিকুর সভাপতিত্বে ওয়াহিদ মুবাদ রাসেলের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, আওয়ামী লীগ নেতা মোঃইকবাল,রিফাত আলম,মোঃইসমাইল,এম,এম,ইকবাল, জাহাঙ্গীর সৈয়দ, দিদার উদ্দিন, বেলাল, দিদার, ফারুক, জিয়া উদ্দিন, নেছার বিন ফয়সাল রিমন,শাহাজাহান বাপ্পি, আলী নুর রুবেল, শাকিল,লিটন,নোমান, স্বাধীন, আল আমিন, আরিফুল হক, শাহরিয়ার রুবেল, সাদ্দাম হোসেন, তানিম হোসন প্রমুখ।