মোরেলগঞ্জে লকডাউন অমান্য করায় ৭ দোকানীকে জেল
মেজবাহ ফাহাদ ,মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে লকডাউন অমান্য করে দোকান খোলায় পৌর শহরের ৭ দোকানীকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, সরকার ঘোষিত কঠোর লকডাউন উপেক্ষা করে অননুমোদিত দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান খোলার অপরাধে ৭ ব্যবসায়ীকে ০৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট। মোড়েলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান মোবাইল কোর্টের মাধ্যমে এ কারাদণ্ড প্রদান করেন।দন্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন মোঃ শাহীন (২২), মহিদুল ইসলাম (৩৯), মোঃ ইব্রাহিম (৩৫), মোঃ মিজানুর রহমান ( ৩৮), মোঃ মামুন শেখ (৩০), আব্দুল মালেক শেখ ( ৬০), রফিকুল ইসলাম (৪৫)
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) মোঃঃ আলি হাসান জানান, লকডাউনের মধ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।