মেয়র নির্বাচনে নওফেল ইচ্ছুক না তবে প্রার্থীতে থাকতে পারে চমক

Share the post

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল নির্বাচন করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

তাঁকে মেয়র প্রার্থী হিসেবে নগরজুড়ে যে জোর গুঞ্জন চলছে তা নাকচ করে দিয়েছেন নওফেল।

সিপ্লাসটিভির সাথে একান্ত সাক্ষাতকারে তিনি জানান, আমি ব্যক্তিগতভাবে এই সিটি কর্পোরেশন নির্বাচনে আসতে ইচ্ছুক নই। আমি দলের হয়ে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করতে চাই।তবে সবচে বড় কথা আমার নেত্রী যদি কাউন্সিলর নির্বাচনও করতে বলেন আমি তাতে না করার কিছু থাকবে না।

উপমন্ত্রী নওফেল আজ সিপ্লাসটিভির সাথে টেলিফোনে তার মনোভাবের কথা জানিয়েছেন।

তিনি অবশ্য বলেন, সিটি কর্পোরেশনের মুল দায়িত্বগুলো পালন করার মানসিকতা নিয়ে সবসময় যিনি ব্যস্ত থাকতে পারবেন, তাকেই মনোনয়ন দিবেন দলীয় সভাপতি শেখ হাসিনা।

সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র নমিনেশন পাবেন কিনা এমন উত্তরে তিনি বলেন,পুরোটাই নির্ভর করছে আমাদের সভাপতির উপর। তবে দলীয় মূল পদ আর মেয়রের দায়িত্ব আলাদা করার একটি জোরালো আলোচনা রয়েছে।

নগরে প্রার্থী সংকট রয়েছে এমন প্রচারণাও রয়েছে জানালে তিনি বলেন, প্রার্থীর কোন অভাব নেই। সময়মতো খুব গ্রহনযোগ্য প্রার্থী আপনারা দেখবেন। ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে যেভাবে চমক ছিলো সে রকম চসিকতেও দেখবেন।

দলের সহসভাপতি খোরশেদ আলম সুজন,সিডিএ র সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, আলতাফ হোসেন বাচ্ছুতো আছেই।তবে চমক হিসেবে নগরের একজন এমপিও চলে আসতে পারেন। তবে কোন মাসলম্যানগিরি দেখিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে রাজি করানো যাবে না-এটা সবাইকে বুঝতে হবে। বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিন জোরালো একজন মেয়র প্রার্থী। উনার বিপক্ষে দলীয় প্রার্থী হিসেবে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসানের নাম বেশ আলোচনায় আছে এমন গুঞ্জনের সত্যতা জানতে ফোন করা হলে জনাব নওফেল এসব কথা বলেন।

উল্লেখ্য,২০১৫ সালের ৬ মে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন সহ কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে অপর দুই সিটির নির্বাচিতরাও শপথ নিয়েছেন। বুধবার সকাল ১০টা ৩১ মিনিটে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে চট্টগ্রাম সিটির মেয়র আ জ ম নাছিরকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ২৮ এপ্রিল ২০১৫ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট অনুষ্ঠিত হয়েছিলো।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিন বিজয়ী হন। তিনি ৪ লাখ ৭৫ হাজার ৩৬১ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত এম মনজুর আলম পেয়েছেন ৩ লাখ ৪ হাজার ৮৩৭ ভোট।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ইবিতে প্রথম ট্যুরিস্ট ক্লাব নির্বাচন; নেতৃত্বে রিফাত ও ফেরদৌস

Share the post

Share the postইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মতো ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ট্যুরিস্ট ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিফাত হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফেরদৌস হোসেন। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৩টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল […]

৫১৯.১৫ কোটি টাকার প্রকল্পে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে একনেকের অনুমোদন উপলক্ষে শাহজাদপুরে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Share the post

Share the postজলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক) সম্প্রতি ৫১৯.১৫ কোটি টাকার প্রকল্পের ডিপিপি অনুমোদন করেছে। এই আনন্দঘন উপলক্ষ্যে মঙ্গলবার সকালে শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে এক আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা শহরের প্রগতি মোড় থেকে শুরু হয়ে শাহজাদপুর পৌর সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান […]