মুন্সিগঞ্জের গজারিয়ায় ১৫ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে উপজেলা প্রশাসন।
মোঃ খায়রুল ইসলাম হৃদয় ,মুন্সিগঞ্জ প্রতিনিধি:মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদী সহ আশেপাশের নদনদীর পানি বিপদ সীমার উপর নিচ উঠানামা করছে জোঁয়ার ভাটার সঙ্গে সঙ্গে।আসন্ন বন্যা পরিস্থিতি মোকাবেলায় মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ৮ টি ইউনিয়নে ১৫ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করেছে উপজেলা প্রশাসন। শনিবার সকালে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন বন্যা আশ্রয় কেন্দ্রসমূহ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার।
জেলার নদী বেষ্টিত গজারিয়া উপজেলায় বাউশিয়া ইউনিয়নে ৩ টি, ইমামপুর ইউনিয়নে ৪টি, ভবেরচর ইউনিয়নে ২ টি, হোসেন্দী ইউনিয়নে ২ টি,গজারিয়া ইউনিয়নে ২ টেঙ্গারচর ১টি ও গুয়াগাছিয়া ১টি মোট ১৫ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে বলে নিশ্চিত করে দুর্যোগ ব্যবস্থাপন কর্মকর্তা মোঃ আবু সাইদ মল্লিক। উপজেলার ১ টি কন্ট্রোল রুম রয়েছে। যা উপজেলা সহকারী কমিশনার ভুমি শাম্মি কায়সার কন্ট্রোল রুমের সমন্বয় সাধন করবেন।
এর অধীনে ১৩নং টেংগারচর সারকারি প্রাথমিক বিদ্যালয়, গজারিয়ার ইমামপুর ইউনিয়নে ৩৩নং রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪৬নং ষোলআনী সঃপ্রাঃবিঃ, ৩৯নং কালীপুরা সঃপ্রাঃবিঃ, ৩৪নং হোগলাকান্দী সঃপ্রাঃবিঃ। বাউশিয়া ইউনিয়নে ২৪নং পুরান বাউশিয়া সঃপ্রাঃবিঃ, ২৫নং পোড়াচক বাউশিয়া সঃপ্রাঃবিঃ, ২৩নং মধ্যবাউশিয়া সঃপ্রাঃবিঃ,।
গজারিয়ায় ইউনিয়নে ৪৪নং ফুলদী সঃপ্রাঃবিঃ, ৪২নং কাজিপুরা সঃপ্রাঃবিঃ। হোসেন্দী ইউনিয়নে ৬নং আশ্রাব্দী সঃপ্রাঃবিঃ, ৫নং ভাটী বলাকী সঃপ্রাঃবিঃ। এবং ভবেরচর ইউনিয়নে ২১নং আনারপুরা সঃপ্রাঃবিঃ, ভিটিকান্দী সঃপ্রাঃবিঃ।