মামলার কাজের কথা বলে ডেকে এনে ধর্ষণ, আইনজীবী গ্রেপ্তার
বাগেরহাটে ধর্ষণ মামলায় ফকির ইফতেখারুল ইসলাম রানা নামের এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের পৌরসভার খারদ্বার এলকার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
তার আগে শুক্রবার দুপুর ১২টার দিকে ধর্ষণের অভিযোগ এনে বাগেরহাট মডেল থানায় মামলা করেন এক নারী বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম আরটিভি নিউজকে জানিয়েছেন, পারিবারিক কলহের একটি মামলায় ওই নারী অভিযুক্তকে আইনজীবী হিসেবে নিয়োগ করেন। গত ২৯ জানুয়ারি বিকেলে বাসায় কেউ না থাকার সুযোগে অভিযুক্ত আইনজীবী নিজ বাড়ির চেম্বারে ডেকে নেন ওই নারীকে। পরে তাকে ‘ধর্ষণ’ ও সেটির ভিডিও করেন মোবাইলে।
তিনি বলেন, অভিযুক্ত আইনজীবী ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে নানা ধরনের হুমকি দিতে থাকেন ওই নারীকে। নারীর স্বামী ঢাকায় ছিলেন, তিনি আসার পর পরামর্শ করে গতকাল নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই নারী।গ্রেপ্তার ওই আইনজীবীকে শনিবার আদালতে তোলা হবে।