মাভাবিপ্রবিতে ‘ঐতিহাসিক ৭ই মার্চ ও স্বাধীনতার ঘোষণা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
শুভ দে (মাভাবিপ্রবি প্রতিনিধি): মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- এর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘ঐতিহাসিক ৭ই মার্চ ও স্বাধীনতার ঘোষণা’ শীর্ষক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকালে

ই.এস.আর.এম গ্যালারিতে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও ইতিহাসবিদ প্রফেসর ড. মুনতাসীর মামুন ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক জনাব স্বদেশ রায়। অনুষ্ঠানটির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মাভাবিপ্রবি’র মাননীয় ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলাউদ্দিন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
