মানবিক সেবার মাধ্যমে লায়ন্স ক্লাব অব চিটাগং এবং লিও ক্লাব অব চিটাগং নতুন সেবা বর্ষের সূচনা।

Share the post

(আসাদুজ্জামান বুলবুল): লায়ন্স ক্লাব অব চিটাগাং এবং লিও ক্লাব অব চিটাগাংয়ের নতুন সেবাবর্ষের শুভ সূচনা করলো নন্দনকাননস্থ বাওয়া শিশুসদনে অনাথ শিশুদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের মাধ্যমে। করোনার এই দুর্যোগ কালীন সময়ে বাংলাদেশ মহিলা সমিতি শিশু সদন এতিমখানার এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয় এবং পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এতিমদের মাঝে হাসি ফুটানোর মাধ্যমে ২০২০-২০২১ সেবা বর্ষের সূচনা করলো লায়ন্স ক্লাব অব চিটাগং ও লিও ক্লাব অব চিটাগং। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ৩১৫ বি৪ এর প্রথম ভাইস গর্ভনর লায়ন আল সাদাত দোভাষ, জিএলটি লায়ন জি.কে.লালা, লায়ন্স ক্লাব অব চিটাগাং এর প্রেসিডেন্ট লায়ন আবু নাসের রনি, সেক্রেটারি লায়ন মো:শহিদুল ইসলাম টিটু, সহ-সভাপতি লায়ন সোহেল খান ও জয়েন্ট ট্রেজারার লায়ন নাজমুল শাকের, লায়ন নোমান লিটন। লিও ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪ এর ২০২০-২০২১ সেবা বর্ষের সভাপতি এইচ এম হাকিম, সহ-সভাপতি লিও জয় চক্রবর্তী, লিও জেলা সচিব লিও জাহিদ হাসান প্রেমন, ট্রেজারার লিও ইরফান উদ্দিন,লিও ক্লাব অব চিটাগাং এর প্রাক্তন সভাপতি লিও সাজ্জাদ চৌধুরী ইভান, প্রাক্তন সভাপতি লিও রাহুল লালা, সদ্য প্রাক্তন সভাপতি লিও আব্দুল্লাহ আলি আল হাসান, লিও ক্লাব অব চিটাগাং এর নির্বাচিত ২০২০-২০২১ সেবা বর্ষের সভাপতি লিও মো: রবিউল হাসনাত খান (রুমেল), সহ-সভাপতি লিও মাসুদ খান, সেক্রেটারি মুনতাসির, লিও রুবি,লিও নাসরিন, লিও অদিতি, লিও রিয়া, লিও দিয়া, লিও বাদন,লিও সাকিব প্রমুখ । দোয়া ও মোনাজাতের মাধ্যমে লিও ক্লাব অব চিটাগাং ২০২০-২০২১ সেবা বর্ষের কার্যক্রম উদ্ভোদন করা হয়। লায়ন্স সভাপতি আবু নাসের রনি বলেন, করোনার এ ক্রান্তিলগ্নে আজ থেকে দায়িত্ব নিয়ে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করবো। আর সবাই নিজেকে সুরক্ষিত রেখে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানায়। এবং তিনি আরো বলেন আগামীর পথ চলা হোক মানব সেবার মাধ্যমে। লিও ক্লাব অব চিটাগাং সভাপতি লিও মো:রবিউল হাসনাত খান রুমেলের কাছে নতুন সেবা বর্ষ নিয়ে পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন- নিজেদেরকে কঠিন পরিস্থিতি টিকে থাকার মতো করে তৈরি করতে হবে সকল পরিবর্তনকে মোকাবেলা করে সম্মুখ পানে এগিয়ে চলতে হবে । তিনি আরো বলেন জাতীয় প্রয়োজনে লিও ক্লাব অব চিটাগাং সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও আর্ত মানবতার সেবায় নিয়জিত থাকবে এবং নেতৃত্ব, দক্ষতা,সুযোগ এই তিন লক্ষ্যকে সামনে রেখে আমরা তরুণরা সমাজের মানুষের মৌলিক অধিকার ও চাহিদা বাস্তবায়নে সচেষ্ট থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বঙ্গবন্ধু টানেল

Share the post

Share the postনিউজ ডেস্ক , চট্টগ্রাম চট্টগ্রাম চেম্বারের গোলটেবিল বৈঠকে এফবিসিসিআই সভাপতি পরিপূর্ণ সুফল পেতে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণে গুরুত্ব আজাদী প্রতিবেদন | রবিবার , ২২ অক্টোবর, ২০২৩  বঙ্গবন্ধু টানেল দেশের পূর্বাঞ্চল বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর এবং ভারতের সেভেন সিস্টারস–এর মধ্যে সংযোগ হিসেবে কাজ করবে। উদ্বোধনের অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু টানেল নিয়ে গতকাল নগরীর আগ্রাবাদ […]

মানবতার ফেরিওয়ালা চট্টগ্রাম মহানগরের উদ্যোগে শীতকালীন কম্বল বিতরণ

Share the post

Share the postচট্টগ্রাম সংবাদ: মানবতার ফেরিওয়ালা চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে চট্টগ্রাম নগরীর মধ্যরাতে নগরের জামালখান,চকবাজার,চট্টগ্রাম মেডিকেল,ওয়াসা,কাজির দেউড়ি,সিআরবি,দেওয়ানহাট সহ বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়। রাতের আঁধারে এই তীব্র শীতে কষ্ট পাচ্ছে, তাদের কষ্টকে লাঘব করতে এই শীতকালীন কম্বল বিতরণ করা হয়। মানবতার ফেরিওয়ালার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মশিউর রহমানের নির্দেশনা মোতাবেক মানবতার ফেরিওয়ালার চট্টগ্রাম […]