মানবতার সেবায় কাজ করছে রোটারী ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি
চট্টগ্রাম প্রতিনিধি: মহামারী করোনায় বিপর্যস্ত বিশ্ব, দেশ, জাতি ও মানুষের কল্যাণে নিবেদিতভাবে কাজ কাজ করে যাচ্ছে রোটারী ক্লাব সমূহ।আপনারা জানেন বিশ্বে আজ মহামারী করোনাভাইরাস বাংলাদেশ তার ব্যতিক্রম নয় ইতিমধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সরকারি নির্দেশে লকডাউন হয়ে আছে বাংলাদেশ তারই প্রেক্ষিতে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ গুলো হয়ে পড়েছে কর্মহীন নুন আনতে পান্তা ফুরায় পরিবারগুলো আছে না খেয়ে মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে রোটারী ক্লাব অব চিটাগং পোর্ট সিটি চট্টগ্রামের জনবহুল এলাকা পূর্ব বাকলিয়ার ২২১ এবং প্রথম পর্বে ১৭ টি

পরিবারকে প্রত্যেক পরিবারের ঘরে ঘরে গিয়ে এক সপ্তাহের বাজার তুলে দেয় এতে সহযোগিতা করে রোটার্যাক্ট ডিস্ট্রিক্ট অরগানাইজেশন ৩২৮২ বাংলাদেশ এবং রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং লেক সিটি।রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশের অন্যতম স্বনামধন্য ক্লাব রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটি, রোটারী ইন্টারন্যাশনাল ৬ টি ক্ষেত্রকে প্রাধান্য দিয়ে সেবা কার্যক্রম পরিচালনা করে থাকে।অর্থনৈতিক সামাজিক উন্নয়ন ও প্রাথমিক শিক্ষা ও স্বাক্ষরতা,শান্তি প্রতিষ্ঠা ও সংঘর্ষ প্রতিরোধ, রোগ-ব্যাধি নিয়ন্ত্রণ ও চিকিৎসা, সুপেয় পানি ও স্বাস্থ্যসেবা, মাতৃ ও শিশু স্বাস্থ্যএ ছাড়াও রোটারির উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে বিশ্বকে পোলিওমুক্তকরা,

আর্সেনিক মুক্ত বিশুদ্ধ পানীয় ব্যবস্থা, সুবিধাবঞ্চিত মানুষদের জন্য স্বল্প খরচে গৃহ নির্মাণ, পঙ্গুদের জন্য উন্নত চিকিৎসা ও হুইল চেয়ার বিতরণ, বিভিন্ন প্রকার প্লাস্টিক সার্জারী তথা- ঠোঁটকাটা, তালুকাটা।এ ছাড়া বর্তমানে প্রতিটি রোটারী ক্লাবই বৃক্ষরোপন, শীতবস্ত্র বিতরণ, বয়স্কদের জন্য শিক্ষার ব্যবস্থাসহ নানামুখি সামাজকি কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে রোটারী ক্লাব গুলো।৩২৮২ রোটারি আন্তর্জাতিক জেলার অনেক ক্লাব এগিয়ে আসছে দুস্থ অসহায় মানুষদের সহযোগিতা করতেন এভাবেই আমরা একদিন এই মহামারী কাটিয়ে উঠব জয় হোক মানবতার জয় হোক রোটারীর।
