মানবতার ফেরিওয়ালার উদ্যোগে ২০০ জন অসহায় হতদরিদ্র,পথশিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ
চট্টগ্রাম সংবাদ: এক ঝাক তারুণ্য দ্বারা গঠিত সংগঠনের নাম মানবতার ফেরিওয়ালা। এই সংগঠনটি কাজ করে যাচ্ছে গরিব অসহায় মানুষের জন্য, পথ শিশুদের শিক্ষা ব্যবস্থা এবং বৃদ্ধাশ্রম সংক্রান্ত কর্মকান্ড নিয়ে। তারই ধারাবাহিকতায় মানবতার ফেরিওয়ালা এক ঝাক তারুণ্যর উদ্যোগ গরিব অসহায় ও পথা শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। আজ দুপুরে চট্টগ্রাম নগরীর সি আর বি তাশফিয়া গার্ডেনের সম্মুখে প্রায় ২০০জন গরিব অসহায় ও পথ শিশুদের মাঝে রান্না করা খাবার ও মাক্স বিতরণ কর্মসূচি করা হয়েছে।
তরুণ প্রজন্মের অঙ্গীকার মানবতার জয়গান এই স্লোগানকে সামনে রেখে সমাজের অসহায় হতদরিদ্র ও পথশিশুদের নিয়ে কাজ করে যাচ্ছে এই সংগঠনটি।উক্ত রান্না করা খাবার ও মাক্স বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন -মানবতার ফেরিওয়ালা সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মশিউর রহমান ,সভাপতি- আবু সায়ীদ আলভী, সহ সভাপতি-মোঃ ইফতি খান, সাধারণ সম্পাদক মোঃ মিরাজ,মাসুদুল আলম বিপ্লব ,
শাহ্ তাওয়াফ মোহাম্মদ তারেফ।মানবতার ফেরিওয়ালা সংগঠনের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুজানা নাজনীন ,তৌফিকুল করিম চৌধুরী ইমন,নিহারিকা বিশ্বাস,শায়ার চৌধুরী,আরাফাত মজুমদার, তৌহিদুল ইসলাম রিফাত,এ আর রাবিক সহ আরো অনেকেই।