মাধবপুরে পুলিশ বিপুল পরিমাণ গাঁজাসহ ১ নারী ব্যবসায়ীকে আটক করেছে।
মোঃজাকির হোসেন,মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জে মাধবপুর উপজেলার বহরা ইউপির মেরাশানী গ্রামে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ ১ নারী ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৪জুলাই) বিকালে মাধবপুর থানার অন্তর্গত তেলিয়াপাড়া হরষপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা ও সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ৫০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধারসহ নারী এক ব্যবসায়ীকে আটক করেন।
আটককৃত নারী বহরা ইউনিয়নের মেরাশানী গ্রামের মৃত মানিক মিয়ার স্ত্রী জহুরা খাতুন ( ৪৫)।মাধবপুর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান চালিয়ে উল্লেখিতনারীর বসতবাড়ি থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করে এবং নারী ব্যবসায়ীকে আটক করা হয়েছে ।গাঁজাসহ আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাধবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।