মহাসড়কের খাদা-খন্দক সংস্কারে ববি ছাত্রদল

Share the post
রহমান রাজিব, ববি প্রতিনিধি :  প্রবল বর্ষণে  বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়কের তৈরি হয়েছে খাদা-খন্দক।বিকাল নাগাদ কয়েকটি দূর্ঘটনা  ঘটে সেখানে।রাস্তার সংস্ককারে তৎক্ষনাৎ কাজ হাতে নেয় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
৯ জুলাই বুধবার বিকেলে ছাত্রদলের নেতৃত্বে নেওয়া হয় রাস্তার খাদা-খন্দক ভরাটের কর্মসূচি। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলের নেতৃবৃন্দরা।নেতৃবৃন্দের পক্ষ থেকে আজমাইন সাকিব বলেন,“টানা বৃষ্টিপাতের কারণে কুয়াকাটা-বরিশাল মহাসড়কের বিশ্ববিদ্যালয় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এই গর্তগুলোর কারণে জনসাধারণ, বিশেষ করে শিক্ষার্থী ও রোগীবাহী যানবাহনের চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সাধারণ মানুষের এই দুর্ভোগ আমাদের মতো ছাত্র রাজনীতিকদের হৃদয় স্পর্শ করেছে।”
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা পিয়াস আহমেদ বলেন,”দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় ছাত্র সংগঠন, শহিদ  প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা দেশ ও দেশের কথা চিন্তা করে এবং দেশের কল্যানে কাজ করে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদ ছাত্রদল, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা সর্বত্র উন্নয়ন মূলক কাজের মাধ্যমে সাধারণ মানুষের গ্রহণ যোগ্যতার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ।”
বরিশাল বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা ছাত্রদলের সাবেক সদস্য ছাত্রদল আরিফ হোসেন শান্ত বলেন  আমরা মনে করি, ছাত্ররাজনীতি শুধু ক্যাম্পাসকেন্দ্রিক সীমাবদ্ধতা নয় — বরং জনগণের প্রয়োজনে মাঠে নামাই আমাদের আসল পরিচয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের আশপাশের সড়কে বৃষ্টির কারণে যেভাবে গর্ত সৃষ্টি হয়ে দুর্ঘটনা বাড়ছে, তা আমরা চুপচাপ দেখতে পারিনি। মানুষের কষ্ট লাঘবে আমরা স্বেচ্ছাশ্রমে এগিয়ে এসেছি। এই ছোট উদ্যোগ যদি কারও উপকারে আসে, সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”
উপস্থিত ছিলেন সাবেক ক্রিয়া সম্পাদক  শিহাব,  সাবেক সদস্য মোসারফ, জিহাদুল ইসলাম মিরাজ, রতন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি,যুবকের মৃত্যু

Share the post

Share the postমাহমুদুল ইসলাম সাগর ,সাভার উপজেলা প্রতিনিধি : সাভারে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির (১৯) নামে এক যুবককের মৃত্যু হয়। এরআগে গত ৯ আগস্ট গণপিটুতি দিয়ে পুলিশের হাতে তুলে দেন পথচারীরা। রোববার (১৭ আগস্ট) দুপুরে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোতাছিম বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেন। এরআগে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে […]

রাকসু’র ভোটার তালিকায় নাম না আসায় ভুক্তভোগী শিক্ষার্থীর সংবাদ সম্মেলন

Share the post

Share the post সৈয়দ মাহিন ,রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:রাকসু’র ভোটার তালিকায় নাম সংযুক্ত করে নির্বাচন করার বৈধতা চেয়ে অথবা রাকসুতে জমা হওয়া ফি ফেরত দেওয়ার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। রোববার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মার্কেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী শিক্ষার্থী হলেন মো. সারোয়ার জাহান। তিনি রাজশাহীর […]