মহানগর ছাত্রলীগ নেতা নিজাম শাহারিয়ার অর্থায়নে এতিমখানায় সেহেরি সামগ্রী উপহার
চট্টগ্রাম প্রতিনিধি: ইলমুল কোরআন এতিমখানায় নিজস্ব উদ্দ্যেগে ও অর্থায়নে সেহেরী সামগ্রী উপহার দেন মহানগর ছাত্রলীগ নেতা নিজাম শাহারিয়ার। এইসময় সাহ্মাৎকারে তিনি বলেন “এতিম,হতদরিদ্র, অসহায় মানুষের পাশে প্রতিদিন যেকোনভাবে সেবামূলক কাজ করার সর্বোচ্চ চেষ্টা করছি।।

এই মহামারীতে ওদের জন্য সেহেরীর আয়োজন করতে পেরে নিজের মনে মধ্যে একপ্রকার শান্তি অনুভব করছি।যার যার অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসার উদ্দাত্য আহবান জানাই। ভবিষ্যৎ এ তিনি আরও সেবামূলক কাজ করে যেম যেতে পারে এই বলে সবার কাছে দোয়া চেয়েছেন।