মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের সাইবার ক্রাইম টিমের অভিযানেঃ প্রতারক চক্রের ০২ সদস্য গ্রেফতার।

Share the post

নিজস্ব প্রতিনিধি(চট্টগ্রাম): গত ২৪ শে ফেব্রুয়ারি সন্ধ্যা ০৭.০০ ঘটিকায় ভিকটিমকে টিভি মেরামত করার কথা বলে চান্দগাঁও থানাধীন পশ্চিম ফরিদারপাড়া এলাকায় একটি বাসায় নিয়ে জিম্মি করে তথায় উপস্থিত মহিলাদের সাথে আপত্তিকর ছবি তুলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওয়েবসাইটে ছড়িয়ে দিবে বলে হুমকি প্রদান করে ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা মুক্তিপন দাবী করে। পরবর্তীতে ভিকটিমকে তার আত্মীয় স্বজন ও বন্ধুদের সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে বিভিন্ন ধাপে সর্ব মোট ৪৫,০০০/-(পয়তাল্লিশ হাজার) টাকা বিকাশের মাধ্যমে আদায় করে এবং বাকী টাকা পরিশোধের জন্য শারীরিক ভাবে নির্যাতন করতে থাকে।

ভিকটিমের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে মহানগর গোয়েন্দা বিভাগের ”সাইবার ক্রাইম টিম” অদ্য ২৬ শে ফেব্রুয়ারি মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব আসিফ মহিউদ্দীন এর সার্বিক দিক নির্দেশনায়, সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব পিযুষ চন্দ্র দাস এর তত্ত্বাবধানে, বিশেষ টিম-০২ এর পুলিশ পরিদর্শক জনাব মোঃ আজিজ আহমেদ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় মহানগর এলাকায় চান্দগাঁও থানাধীন পশ্চিম ফরিদারপাড়া এলাকায় নিরবিছিন্ন অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্বার পূর্বক উক্ত প্রতারক চক্রের সদস্য মোঃ জয়নাল আবেদীন প্রঃ সাকিব (২৩) ও সুমি আক্তার (২৮), নামের ০২ জন’কে গ্রেফতার করে।

আসামীদের জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ প্রেমের ফাঁদে ফেলে/টিভি, ফ্রিজ ঠিক করার কথা বলে/বৈদ্যুতিক কাজ করার কথা বলে তরুন, যুবক ও ব্যবসায়ীদেরকে জিম্মি করে শারীরিকভাবে নির্যাতন করে ও মহিলাদের সাথে আপত্তিকর ছবি তুলতে বাধ্য করে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওয়েবসাইটে প্রকাশ করার হুমকি প্রদান করে মুক্তিপন আদায় করে আসছে বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে চান্দঁগাও থানায় নিয়মিত মামলা রুজু করা হইয়াছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বঙ্গবন্ধু টানেল

Share the post

Share the postনিউজ ডেস্ক , চট্টগ্রাম চট্টগ্রাম চেম্বারের গোলটেবিল বৈঠকে এফবিসিসিআই সভাপতি পরিপূর্ণ সুফল পেতে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণে গুরুত্ব আজাদী প্রতিবেদন | রবিবার , ২২ অক্টোবর, ২০২৩  বঙ্গবন্ধু টানেল দেশের পূর্বাঞ্চল বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর এবং ভারতের সেভেন সিস্টারস–এর মধ্যে সংযোগ হিসেবে কাজ করবে। উদ্বোধনের অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু টানেল নিয়ে গতকাল নগরীর আগ্রাবাদ […]

মানবতার ফেরিওয়ালা চট্টগ্রাম মহানগরের উদ্যোগে শীতকালীন কম্বল বিতরণ

Share the post

Share the postচট্টগ্রাম সংবাদ: মানবতার ফেরিওয়ালা চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে চট্টগ্রাম নগরীর মধ্যরাতে নগরের জামালখান,চকবাজার,চট্টগ্রাম মেডিকেল,ওয়াসা,কাজির দেউড়ি,সিআরবি,দেওয়ানহাট সহ বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়। রাতের আঁধারে এই তীব্র শীতে কষ্ট পাচ্ছে, তাদের কষ্টকে লাঘব করতে এই শীতকালীন কম্বল বিতরণ করা হয়। মানবতার ফেরিওয়ালার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মশিউর রহমানের নির্দেশনা মোতাবেক মানবতার ফেরিওয়ালার চট্টগ্রাম […]