

মোঃ মাইনুল হক ।। নিজস্ব প্রতিনিধি : মাগুরা মহম্মদপুর উপজেলার শেখ হাসিনা সেতু সংলগ্ন মধুমতি নদীতে স্বর্গীয় বিহারী লাল শিকদার নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতায় মোট ১৮ টি নৌকা অংশগ্রহণ করেন।এ মেলায় আশে-পাশের গ্রাম ও জেলা থেকে অন্তত কয়েক লাখ মানুষ গ্রামীণ লোকজ সংস্কৃতির এই নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে সেতু সহ নদীর দুই পাড়ে জমায়েত হয় এবং প্রাণ ভরে আবহমান বাংলার এই উৎসব উপভোগ করেন। উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন খুলনা- ৪ আসনের এমপি সালাম মুর্শেদীর নৌকা,জানিয়েছেন বিজয়ীরা।
তারা বলেন এ নৌকা আমাদের এমপি সালাম মুর্শেদীর নৌকা। উক্ত মেলার প্রধান পৃষ্ঠপোষক, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জননেতা ড. শ্রী বীরেন শিকদার এমপি মাগুরা-২, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তরুণ কান্তি শিকদার, মাগুরা জেলা প্রশাসক জনাব ড. আশরাফুল আলম মাগুরা জেলা পুলিশ সুপার জনাব খান মুহাম্মদ রেজোয়ান,মহম্মদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আবু আব্দুল্লাহেল কাফি, শালিখা উপজেলা নির্বাহী অফিসার জনাব গোলাম মোহাম্মদ বাতেন,মহম্মদপুর উপজেলা আঃলীগের সভাপতি এ্যাড আঃ মান্নান, মহম্মদপুর উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক জনাব মোস্তফা কামাল সিদ্দিকী লিটন, ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্বর্গীয় বিহারী লাল শিকদারের পুত্র শ্রী বিমলেন্দু শিকদার, মহম্মদপুর উপজেলা যুবলীগ ও প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি জনাব অধ্যক্ষ জিএম শওকত বিপ্লব রেজা বিকো, মহম্মদপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান) নারী নেত্রী মোছাঃ বেবী নাজনীন, মানবাধিকার কর্মী ও নারী নেত্রী জনাব বনানী বিশ্বাস, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস প্রমুখ।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতা মেলায় সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি জনাব রামানন্দ পাল