

আল আমিন, ভালুকা (ময়মনসিংহ):ময়মনসিংহের ভালুকা একটি শিল্পাঞ্চলখ্যাত উপজেলা। এ উপজেলাটি অত্যন্ত ঘনবসতটি এলাকা হিসেবে বেশ পরিচিত। ৩ শতাধিক শিল্পকারখানা রয়েছে এ উপজেলায়। ফলে পার্শ্ববর্তী জেলা ও উপজেলার লক্ষাধিক মানুষ জীবিকার তাগিদে এ শহরটি বেছে নিয়েছে। তাছাড়া ঢাকা থেকে ময়মনসিংহে যাতায়াতের মূল প্রবেশদ্বার ভালুকা।
ভালুকায় অবস্থানরত সকল শ্রেণি পেশার লোক ও কোমলমতি শিক্ষার্থীরা লেখাপড়া, চিকিৎসা ও অন্যান্য আনুষঙ্গিক কাজে ময়মনসিংহ শহরে প্রতিনিয়ত যাতায়াত করে থাকেন। তবে সেটা মোটেও স্বস্তিকর নয়! ময়মনসিংহ থেকে ভালুকায় আসতে অনবরত পোহাতে হয় চরম ভোগান্তি এবং গুনতে দ্বিগুণ ভাড়া।
শুক্রবার (১১ এপ্রিল) রাতে ময়মনসিংহ ব্রীজ মোড়, মাসকান্দা ও বাইপাস এলাকায় দেখা যায়, ভালুকা গামী যাত্রীরা অসহায়ত্বের ছাপ নিয়ে বাসের অপেক্ষা করছে। বাস আসছে-যাচ্ছে। তবে এসব বাসে তুলছেনা ভালুকার যাত্রী। নানা অজুহাতে কয়েকজনকে তোলা হলেও সেই সংখ্যাটা খুবই কম। পাশাপাশি রাতের পরিধি বাড়ার সাথে সাথে ভাড়ার পরিমাণও দ্বিগুণ থেকে তিনগুণে রূপ নেয়। ফলে উপায়ন্ত না পেয়ে ভর্তুকি গুনতে হয় নগদ টাকা। এ নিয়ে একাধিকবার আন্দোলন করেও ফলাফল শুন্য। এক কথায় সেগুরে বালি! বিষয়টি স্থায়ী সমাধানে গত দু’মাস আগে জনসাধারণ ও শিক্ষার্থীরা ক্ষুদ্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে জেলা মোটরযান মালিক সমিতির দায়িতে থাকা সংশ্লিষ্টরা এসব ভুক্তভোগী যাত্রীদের সেবা নিশ্চিতের ব্যপারে প্রতিশ্রুতি দিলেও সুফল মেলেনি।
এ সকল যানবাহনের হয়রানি থেকে পরিত্রাণ পেতে সংশ্লিষ্ট সচেতনমহল ও স্থানীয় প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন ভালুকাবাসী।