ভোলার তজুমদ্দিন ও চরফ্যাশনে নৌবাহিনীর ফ্রি চিকিৎসা সেবা: উপকৃত ৬ শতাধিক মানুষ

Share the post
মোঃরাশেদ খান ,ভোলা : সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে এবং জুলাই পূনর্জাগরণ অনুষ্ঠান  ২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে ভোলার তজুমদ্দিন ও চরফ্যাশন উপজেলায় একদিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প ঔষধ বিতরণ কর্মসূচি ও মেডিক্যাল ক্যাম্পেইন এর আয়োজন করা হয়েছে।
সোমবার (২৮ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তজুমদ্দিন উপজেলার ৩ নং চাঁদপুর ইউনিয়ন পরিষদ‌ ও চরফ্যাশন উপজেলার কেরামতগঞ্জ পূর্ব মিয়াজানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সর্বমোট প্রায় ৬ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল সাধারণ রোগের পাশাপাশি বিভিন্ন জটিল রোগেরও চিকিৎসা দেন।এবং রোগীদের তুলে দেয়া হয় প্রয়োজনীয় ঔষধপত্র।
উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় অসহায় মানুষকে চিকিৎসা কেন্দ্রে আসার জন্য অবহিত করা হয় বলে জানান বাংলাদেশ  নৌবাহিনী।
স্থানীয়রা বলছে এই ধরনের মানবিক উদ্যোগ এলাকার গরিব দুঃখী অসহায় মানুষের জন্য অত্যন্ত সহায়ক, বিশেষ করে যারা দূরবর্তী এলাকায় গিয়ে চিকিৎসা নিতে পারেন না তাদের জন্য এটি আশীর্বাদ।
চিকিৎসা নিতে আসা নারী বলেন ,তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট। এছাড়া সেখানে গিয়ে ৫ টাকার টিকিট কেটে দুই ঘণ্টা  লাইনে দাঁড়িয়ে এক পাতা নাপা আর ৫টা গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়া কিছুই পাই না। সব রোগের একই ঔষধ দেয়। আর এখানে এসে ভালো চিকিৎসা ও ফ্রিতে অনেক ঔষধ পেয়েছি।
বাংলাদেশ নৌবাহিনীর মেডিসিন স্পেশালিস্ট সার্জন লেফটেন্যান্ট কমান্ডার ফারহান আবিদ (বিএন)  তজুমদ্দিন এর চিকিৎসা দিচ্ছেন এবং চরফ্যাশনে সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মো: ইব্রাহীম খলিলুল্লাহ, বিএন চিকিৎসা প্রদান সহ ভোলা ৬ শতাধিক উপকূলীয় প্রান্তিক নিন্ম আয়ের মানুষকে চিকিৎসা প্রদান করেন।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলে নিয়মিতভাবে এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং উপকূলীয় মানুষের নিরাপত্তায় এবং সেবামূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ধোবাউড়ায় প্রাথমিক শিক্ষক সমিতি ও শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুক এর বিদায় সংবর্ধনা

Share the post

Share the post আবুল হাশেম,ধোবাউড়া,ময়মনসিংহ: আজ দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই বিদায়ী সংবর্ধনা প্রধান করা হয়। শুরুতে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বিদায়ী গান গেয়ে ফুলেল শুভেচ্ছা দেন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন […]

নওগাঁয় ১৯৩ কেজি গাঁজা, ২১ বোতল ফেন্সিডিল ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ: র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১৯৩.৩ কেজি গাঁজা, ২১ বোতল ফেন্সিডিল এবং ৪টি দেশীয় অস্ত্র (রামদা) উদ্ধার করা হয়। এ সময় একজন চিহ্নিত ও কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাব-৫ এর এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে বলা […]