ভোলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
মোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি: “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বের হওয়া র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার দে’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যজীবী এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দেশি মাছ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির জন্য অভয়াশ্রম গড়ে তোলা অত্যন্ত জরুরি। মৎস্যসম্পদ রক্ষা পেলে গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ হবে এবং পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।