ভালোবাসা দিবসের নতুন গান নিয়ে রাইসা খান

Share the post
Image may contain: Raisa Khan, smiling, sitting

ভালোবাসা দিবস উপলক্ষে কণ্ঠশিল্পী “রাইসা খানের” কন্ঠে গাওয়া ‘একটু দেখা ’-এর মিউজিক ভিডিও প্রকাশ করতে যাচ্ছে।

ভালোবাসা দিবস উপলক্ষে শিল্পীর কন্ঠে গাওয়া এ গানের কথা ও সুর করেছেন সংগীত পরিচালক সালমান জোবায়েদ এবং গীতিকার মোহাম্মদ আলী।মিউজিক ভিডিওটি নির্মাণ করছেন পরিচালক আতিফ আসলাম বাবলু।

এছাড়াও গানের ভিডিওতে মডেল হিসাবে দেখা যাবে জনপ্রিয় মডেল অনন্য ও শুকরিয়া।

‘একটু দেখা’ গানের প্রসঙ্গে রাইসা খান বলেন, ‘ভালবাসা দিবস উপলক্ষে গানটি করা হয়েছে।

এটি একটি ভালবাসার গান। গানের মাঝে ভালবাসার আহবান জানানো হয়েছে।আশা করছি সবার ভাল লাগবে’।

তিনি আরো বলেন, গানের সঙ্গে মিল রেখে দারুণ একটি ভিডিও নির্মাণ করা হয়েছে।

গান যেহেতু এখন শোনার পাশাপাশি দেখারও বিষয়। তাই আশা করি গানটি দর্শক শ্রোতাদের ভালো লাগবে।

এছাড়াও সবার কাছে দোয়া চান তিনি।

উল্লেখ্য, ছোটবেলা থেকেই গানের প্রতি তীব্র ভালবাসা এ কন্ঠশিল্পীর। তাই ছোটবেলা থেকে গান চর্চা করে আসছেন নিয়মিত।

রাইসা খানের এর আগে ও একটি অ্যালবাম বের হয়েছিল কাজী শুভ’র সাথে “ভালবাসা মানে তুমি আর আমি”।

আলামিন ছৈয়ালের লিখা, সুর করেছেন মাসুদ অপু, মিউজিক করেছেন তানজিম রেজা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

মারা গেলেন জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যয়

Share the post

Share the postটলিউডের জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যয় মারা গেছেন। বুধবার (২৩ মার্চ) দিবাগত রাত ১টা ১০ মিনিটে কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৫৭ বছর। টলিউডের আরেক অভিনেতা ভরত কৌলর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় একটি রিয়েলিটি শো-তে অংশ নেন অভিষেক চট্টোপাধ্যয়। সেখানে হঠাৎ […]

ভিসা বাতিলের পরেও ঢাকায় সানি লিওনি!

Share the post

Share the postভিসা আবেদন বাতিলের ১ দিনের মধ্যে ঢাকায় নেমে ভি-চিহ্ণ দেখালেন বলিউড তারকা সানি লিওনি! শনিবার (১২ মার্চ) বিকাল ৫টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পা রাখেন। তাকে ঢাকায় বরণ করে নেন গান বাংলা টিভি চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক ও সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস। পরিচিত নাম বাদ দিয়ে মার্কিন পাসপোর্ট দিয়ে ভিসার আবেদন করায় […]