ব্যাংকক এবং কলকাতা হাল্ট প্রাইজ ইমপ্যাক্ট সামিটে অংশ নিতে যাচ্ছে মাভাবিপ্রবির টিম “গ্রিন মার্ট” এবং টিম “গ্রিন হাউস”

Share the post

মোঃ আদিব রহমান (মভাবিপ্রবি প্রতিনিধি ): হাল্ট প্রাইজ ফাউন্ডেশন আনুষ্ঠানিকভাবে ২০২১ হাল্ট প্রাইজ ইমপ্যাক্ট শীর্ষ সম্মেলনের স্থান অংশ নেওয়া কো-হোস্ট এবং দলসমূহ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। এই বছরের শীর্ষ সম্মেলন বিশ্বের ৫০ টি ভিন্ন শহর জুড়ে অনুষ্ঠিত হবে, যা এক-মিলিয়ন-ডলার স্টার্টআপ চ্যালেঞ্জের আঞ্চলিক পর্যায়। এই বছর, ২০২১ সালে হাল্ট প্রাইজ চ্যালেঞ্জ হল, উদ্যোক্তাদের এমন একটি উদ্যোগের ভিত্তি তৈরি করতে বলা হয়েছে যা কর্মসংস্থান সৃষ্টি করবে, অর্থনীতিতে নতুন প্রান জোগাবে, সরবরাহ চেইনের পুনঃপরিল্পনা মাধ্যমে আরও মজবুত করবে এবং ২০৩০ সালের মধ্যে ১০,০০,০০০ লোকের সামগ্রিক উন্নয়ন করবে। হাল্ট প্রাইজ ইমপ্যাক্ট সামিট অংশগ্রহণকারীদের জন্য অনবদ্য অভিজ্ঞতা তৈরী করার এবং ব্যবসার মাধ্যমে বিশ্ব পরিবর্তনের জন্য যে দৃষ্টভঙ্গির প্রয়োজন সেই দৃষ্টিভঙ্গির মাধ্যমে সকলকে একত্রিত করার জন্য বিখ্যাত।

এই অনুষ্ঠানটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ইন্ডাস্ট্রি প্রোফেশনালস, একাডেমিক নেতা এবং অলাভজনক/সরকারী কর্মচারীদের জন্য উন্মুক্ত। অনুষ্ঠানে পেশাদার নেটওয়ার্কিং সম্মেলন, সামাজিক অনুষ্ঠান, অনুপ্রেরণামূলক বক্তব্য, কর্মশালা এবং শীর্ষ সম্মেলনের শিরোনামে অন্তর্ভুক্ত থাকতে পারে। মিলিয়ন-ডলারের হাল্ট প্রাইজ চ্যালেঞ্জের আঞ্চলিক পর্যায় হল চূড়ান্ত প্রতিযোগীতার ডেমো ডে। ২০০ টিরও বেশি তালিকাভুক্ত উদ্যোক্তারা এই বছরের জাতিসংঘের জারি করা খাদ্য চ্যালেঞ্জকে সমাধান করে এমন কাজ শুরু করবে। ভাগ্যবান একটি দল হাল্ট প্রাইজ এক্সিলারেটর প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য গোল্ডটিকিট আমন্ত্রণ পাবে। যা তাদের স্টার্টআপ এর জন্য ১,০০,০০০ মার্কিন ডলার জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে দেবে। ১২১ দেশের ৩০০,০০০+ অংশগ্রহনকারীর মধ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালইয়ের টিম গ্রীন মার্ট ব্যাংককে এবং টিম গ্রীন হাউস কলকাতার হাল্ট প্রাইজ ইমপ্যাক্ট সামিটে প্রতিনিধিত্ব করবে। টিম গ্রীন মার্টের দলনেতাকে তাদের অনুভূতি ব্যক্ত করার কথা বললে তিনি বলেন, “উল্লেখ করতে গেলে ব্যাংকক রিজিওনাল সামিটে অংশগ্রহনের সুযোগ আমাদের কাছে সবথেকে বড় পাওয়া। আমরা হাল্ট প্রাইজের অংশ হতে পেরে অনেক সম্মানিত এবং পুলকিত বোধ করছি। একই সাথে আমরা সামনে আরও বড় চ্যালেঞ্জের দিকে এগিয়ে যাচ্ছি।

এখন আমাদের দায়িত্ব আরও বেশি কারণ এখন আমরা আমাদের বিশ্ববিদ্যালয় এবং আমাদের দেশের হয়ে প্রতিনিধিত্ব করব। আমরা সফলতা অর্জনের জন্য আমাদের সেরাটা দিতে চাই।” গত ১৯ ডিসেম্বর ২০২০ হাল্ট প্রাইজ মাভাবিপ্রবির অনক্যাম্পাস ফাইনালে চ্যাম্পিয়ন হর টিম গ্রীন মার্ট এবং রানার্স আপ হয় টিম গ্রীন হাউস। এবং তারা রিজিওনালে আমন্ত্রন পাওয়ায় রিজিওনালে অংশগ্রহন করার প্রস্তুতি গ্রহণ করছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নেত্রকোনায় বিকাশকর্মী রিজনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

Share the post

Share the postসোহেল খান দুর্জয়,নেত্রকোনা : নেত্রকোনায় বিকাশকর্মী রিজন তালুকদারের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রেসক্লাবের সামনে নেত্রকোনা বিকাশসহ সব কটি মোবাইল ব্যাংকিং কর্মী ও সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ ও মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিকাশের ব্যবস্থাপক ধ্রুব সরকার, […]

বিজয়নগরে ২ পক্ষের সংঘর্ষে আহত অর্ধ শতাধিক

Share the post

Share the postমাহমুদুল হাসান,স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃফেসবুকে কথা কাটাকাটি জেরে দুই গোষ্ঠীর আধিপত্য নিয়ে বিজয়নগর উপজেলায় ঘন্টাব্যাপী মারামারিতে অর্ধ শতাধিক আহত হয়েছে। ১৬ আগষ্ট শনিবার সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এই মারামারিতে উভয় পক্ষের অর্ধ শতাধিক আহত হয়। তাত্ক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল সহ বিভিন্ন […]