বোয়ালখালীর মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন মিয়ার ইন্তেকাল
সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার হারুন মিয়ার ইন্তেকাল, সংসদ মোছলেম উদ্দিনের শোক মুহাম্মদ , বোয়ালখালী মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও কধুরখীল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হারুন মিয়া (৭৪) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে…রাজেউন)। আজ বুধবার (৪ নভেম্বর) ভোর সোয়া পাঁচটায় নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ, রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিবর্গ। মৃত্যুকালে তিনি ২পুত্র ২ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে যান। তিনি ৭১ এর মহান মুক্তিযুদ্ধে ১ নম্বর সেক্টরের অধীনে প্লাটুন কমান্ডার এম এ বশরের নেতৃত্বে যুদ্ধে অংশগ্রহণ করেন। বীর মুক্তিযোদ্ধা মো. হারুন মিয়া কধুরখীল শাহ বদিউজ্জামান মুন্সীর বাড়ির মৃত ইয়াকুব খানের পুত্র। আজ বুধবার ২টায় নিজ এলাকায় তাঁর নামাজে শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।