বোয়ালখালী পৌরবাসিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জহুরুল ইসলাম জহুর
মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী পৌরবাসিকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বোয়ালখালী পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক বিশিষ্ট রাজনীতিবীদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী জহুরুল ইসলাম জহুর । ঈদের শুভেচ্ছা জানিয়ে পৌরবাসির উদ্দেশ্যে জহুরুল ইসলাম জহুর বলেন, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসবের মাধ্যমে মুসলমানদের মধ্যে পারষ্পারিক সম্পর্ক বৃদ্ধি পায়। প্রতি বছর ঈদুল ফিতরকে ঘিরে বিশ্বের মুসলমানরা অন্যরকম এক আনন্দে উচ্ছাসিত হতো কিন্তু এখন আমরা এক অদৃশ্য শত্রুর সাথে যুদ্ধ করছি যার নাম করোনা ভাইরাস। তারপরেও করোনা চ্যালেঞ্জ মোকাবিলার মধ্যে দিয়েও সবাই বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজন নিয়ে ঘরোয়া পরিবেশে খুব সুন্দরভাবে ঈদ উদযাপন করবেন। আশা করি খুব শিঘ্রই এই মহামারি থেকে বিশ্ববাসি মুক্তি পেয়ে অতীতের মতো আনন্দক্ষণ ফিরে পাবে এই প্রত্যাশা করছি।