বোয়ালখালী পৌরবাসিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব মনচুর আলম পাপ্পি
মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, আমরিন এন্ড ব্রাদার্স এর স্বাত্তাধিকারী, বোয়ালখালী শফিউল জোহরা হেফজ ও এতিমখানার পরিচালক বিশিষ্টি ব্যবসায়ী সমাজসেবক আলহাজ্ব মনচুর আলম (পাপ্পি) বোয়ালখালী পৌরবাসিকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। পৌরবাসির উদ্দেশ্যে আলহাজ্ব মনচুর আলম (পাপ্পি) বলেন, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসবের মাধ্যমে মুসলমানদের মধ্যে আত্মীয়তার ভাবগাম্ভী বৃদ্ধি পায়। প্রতি বছর ঈদুল ফিতরকে ঘিরে বিশ্বের মুসলমানদের মধ্যে অন্যরকম এক আনন্দ ও উচ্ছাস ভয়ে যেত কিন্তু এবার বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসের কারণে মানুষের মাঝে ঈদের আমেজটা নাই। মানুষের মাঝে ঈদের আনন্দের চেয়েও হতাশা বিরাজ করছে। মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করি তিনি যেন আমাদের সকলকে এই মহামারি থেকে রক্ষা করে সকলের মুখে হাসি ফুটান। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। এবং তার সাথে সবাইকে অনুরোধ করবো সামাজিক দুরত্ব বজায় রেখে চলার জন্য। সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন।