বোয়ালখালী থানার উদ্যোগে চৌকিদারদের সচেতনতাকরণ ও ত্রাণ সামগ্রি বিতরণ
মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে পুলিশ সুপার এস এম রশিদুল হক, পিপিএম এর ব্যক্তিগত উদ্দেগ্যে ও নির্দেশনায় বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ কর্তৃক থানায় করোনা ভাইরাস থেকে জনসাধারণকে বাঁচতে উপজেলার দফাদার ও চৌকিদারদের নিয়ে সচেতনতা মূলক আলেচনা পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়। এছাড়া উপস্থিত সকলের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

২০ মে সকালে সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এসময় বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম বলেন, করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে আমাদের সবাইকে সচেতন হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা যদি সচেতন হই তাহলে খুব দ্রুত এই মহামানি থেকে রক্ষা পেতে পারবো। তাই বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে ঘুরাঘুরি না করে ঘরে থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। এসময় বোয়ালখালী থানার অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন।
