বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন কাজের উদ্বোধন করলেন সংসদ মোছলেম উদ্দিন
মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: করোনা মহামারীতে চিকিৎসাসেবা নিশ্চিত করতে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন কাজের উদ্বোধন করেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ। রবিবার (৫ জুলাই) দুপুরে ভিডিও কনফারেন্সে মাধ্যমে তিনি এ কাজের উদ্বোধন করেন। ডা: হারুন- হাছান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (হিফস পরিবার) এ সেন্ট্রাল অক্সিজেন লাইন প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বোয়ালখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম সেলিম, দক্ষিণজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মো.এমরান, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: ফারহানা কাদেরী, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. শাহদাত হোসেন, ডা: হারুন- হাছান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ছৈয়দ মো. শোয়াইব হাছান। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, আলহাজ্ব সফিউল আলম। উপজেলা জাতীয় শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি হাজি নাছের আলী। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান কাজল দে, আব্দুল মান্নান মোনাফ, শফিউল আজম শেফু, এস এম জসিম, হামিদুল হক মন্নান, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মান্নান, বোয়ালখালী প্রেসক্লাবের অর্থ সম্পাদক সৈয়দ মো. নজরুল ইসলাম। উপজেলা সেচ্ছাসেকলীগের সাধারণ সম্পাদক সাইদুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল হাসান রুবেল প্রমুখ।