বোয়ালখালী উপজেলা সদরে ময়লাভর্তি ডাস্টাবিন, নেই পরিচ্ছন্নত কার্যক্রম
মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে সরকার পরিস্কার পরিচ্ছন্ন ভাবে থাকতে বলা হলেও বোয়ালখালীতে ডাস্টবিনে ময়লা ভর্তি হয়ে অপরিচ্ছন্ন ভাবে রয়েছে দীর্ঘদিন। বোয়ালখালী উপজেলা সদরের আল মদিনা মার্কেটের সামনে ডাস্টাবিনটির ময়লাভর্তি হয়ে রাস্তায় ছড়িয়ে পড়ছে আবর্জনা। এতে করে নষ্ট হচ্ছে পরিবেশ, দুর্গন্ধ ছাড়াচ্ছে চারদিক। ডাস্টবিনের পাশ দিয়ে হেটে চলাও কষ্টসাধ্য হয়ে পড়েছে এলাকাবাসির। এছাড়া মার্কেটের সামনে সরকারি কোয়াটারে থাকেন উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তাগণ। উপজেলা সদরের এমন গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিনের এমন বেহাল অবস্থা দেখে ক্ষোভ জানিয়েছেন মার্কেটের কয়েকজন ব্যবসায়ীসহ ক্রেতা-বিক্রেতারা। মার্কেটে আসা জেসমিন নামের এক মহিলা বলেন, ডাস্টবিন ভর্তি হয়ে ময়লা আবর্জনা রাস্তায় ছড়িয়ে পড়াতে হাটে চলাও সমস্যা হচ্ছে। তবুও কতৃপক্ষ এসব পরিষ্কার করার কোন উদ্যোগ নিচ্ছেনা এটা সত্যি দু:খজনক। সরেজমিনে দেখা যায় উপজেলা সদরের আল মদিনা মার্কেটের সামনে নির্মাণাধীন ডাস্টবিনে ময়লা ভর্তি হয়ে এর আশপাশে রাস্তার মাঝখানে ছড়িয়ে পড়ছে। যার ফলে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটছে। এবিষয়ে আল মদিনা মার্কেট ব্যবসায়ী সমিটির সভাপতি আনোয়ার হোসেন বলেন, পৌর কতৃপক্ষকে বার বার অবহিত করার পরও আমরা কোন সাড়া পাইনি। আজকে মার্কেট সমিটির নেতৃবৃন্দদের নিয়ে পৌর অফিসে গিয়েছিলাম তবে মেয়র না থাকায় সাক্ষাত করতে পারিনি। এছাড়া ডাস্টবিন স্থাপনের জন্য মেয়রকে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সুনিল চন্দ্র ঘোষ বলেন, এবিষয়ে মার্কেট ব্যবসায়ীরা আমাকে অবহিত করেছিলো কিন্তু করোনার কারণে ডাস্টবিন স্থাপন করা সম্ভব হয়নি। তবে দ্রুত সময়ের মধ্যে নতুন ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নেয়া হবে। এব্যাপারে জানতে চাইলে পৌর মেয়র হাজী আবু কালাম আবু বলেন, করোনা পরিস্থিতির কারণে অফিসের কর্মিরা না আসায় ডাস্টবিনের ময়লা যথা সময়ে পরিস্কার করা হয়নি। ডাস্টাবিন পরিস্কারের জন্য পরিচ্ছন্ন কর্মীদের বলা হয়েছে আশা করি খুব দ্রুত পরিস্কার হয়ে যাবে এবং ঐখানে আরেকটি নতুন ডাস্টবিন স্থাপন করা হবে।