বোয়ালখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল আলম আর নেই, সংসদ মোছলেম উদ্দিনের শোক
মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, (বোয়ালখালী প্রতিনিধি): বোয়ালখালী উপজেলা পরিষদের সাবেক ও প্রথম চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম চৌধুরী (২৯ এপ্রিল) বুধবার সন্ধ্যায় নগরীর ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন । ( ইন্নালিল্লাহে…….. রাজেউন) মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৬। তিনি বেশ কিছু দিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। চট্টগ্রাম নিউ মার্কেট এর প্রথম আধুনিক ব্যাবসায়ী ও আইডিয়াল গ্রুপ এর ম্যানেজিং ডাইরেক্টর ও পশ্চিম কধুরখীল স্কুল এন্ড কলেজ পরিচালনা পরিষদের তিন বারের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। তার মৃত্যুতে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করেছেন বোয়ালখালী পৌর মেয়র হাজী আবুল কালাম আবু, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র শাহজাদা এস এম মিজানুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও তার মৃত্যুতে গ্রামের বাড়ীসহ সমস্ত বোয়ালখালী জুড়ে শোকের ছাঁয়া নেমে এসেছে। আশির দশকে তৎকালীন এরশাদ সরকার যখন উপজেলা পরিষদ চালু করে নির্বাচন দেয় তখন তিনি নির্বাচন করে বোয়ালখালী উপজেলার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। ৩০ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ২টায় স্থানীয় পশ্চিম কধুরখীল স্কুল এন্ড কলেজ মাঠে তার জানাযার নামাজ হওয়ার কথা রয়েছে। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান তিনি।