বোয়ালখালীতে সংসদ মোছলেম উদ্দিনের নির্দেশে স্বাস্থ্য কমপ্লেক্সে হচ্ছে ৭০ শয্যার আইসোলেশন ওয়ার্ড।

Share the post

বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালী উপজেলায় চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোছালেম উদ্দিন আহমদ এর নির্দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭০ শয্যার আইসোলেশন ওয়ার্ড করার উদ্যোগ নেয়া হয়েছে। বোয়ালখালী উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে গণমাধ্যম কর্মীদের বোয়ালখালী পৌরসভার প্যানেল মেয়র শাহজাদা এস এম মিজানুর রহমান জানান। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, বর্তমানে বোয়ালখালী উপজেলায় করোনা রোগীর সংখ্যা আজ ৭জুন ২৪ জনসহ মোট আক্রান্ত ১২০ জন। উপজেলায় রোগির সংখ্যা শুরুর দিকে কম থাকলেও দিন দিন তা দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ৭০ শয্যার আইসোলেশন ওয়ার্ড করতে প্রয়োজনীয় সরঞ্জামাধি, অর্থ ও সিট তৈরী করতে সাংসদ ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান। এছাড়া পরবর্তীতে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অথবা আদর কমিউনিটি সেন্টারকে আইসোলেশন সেন্টার করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়।

(৬ জুন শনিবার) আইসোলেশন সেন্টার প্রস্তÍুত করার সাম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, আদর কমিউনিটি সেন্টার, নুর কনভেনশন সেন্টার, করিম গুলশান আরা দাতব্য চিকিৎসালয়, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পরিদর্শন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোজাম্মেল হক চৌধুরী, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জিল্লুর রহমান, ওসি আবদুল করিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ শাহাদাৎ হোসেন, প্যানেল মেয়র শাহজাদা এস এম মিজানুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি হাজী আবদুল মান্নান রানা, যুগ্ম সম্পাদক কাজী খোরশেদ মিল্টন, জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল মোনাফ মহিন, গিয়াস উদ্দিন সুমন প্রমুখ। উল্লেখ্য যে, বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীর চিকিৎসার জন্য ১০ শয্যার আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

আশুগঞ্জে দুই দফা দাবিতে সার কারখানার শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃএক কর্পোরেশন এক স্কেল, বাস্তবায়ন ও কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগ চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ ও গেট মিটিং করেছে। রবিবার সকাল ৯ টায় কারখানার গেইটের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে এএফসিসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশের বক্তব্য রাখেন […]

আখাউড়ায় ১৫৪ লিটার চোলাই মদসহ  চারজন গ্রেপ্তার 

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বৃহস্পতিবার গভীর রাতে যৌথবাহিনীর অভিযানে ১৫৪ লিটার চোলাই মদসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আখাউড়া পৌর এলাকার রেলওয়ে সুইপার কলোনীতে এই অভিযান চালানো হয়। এ ঘটনায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদেরকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ ইব্রাহিম-(৩০), রাজন হরিজন-(৬৫), সাগর হরিজন-(৪০) ও সীমান্ত হরিজন-(২৯)। এর মধ্যে […]