বোয়ালখালীতে গাজাসহ ২ ব্যক্তি আটক
মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে ৮০০ গ্রাম গাজাসহ ২ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। আটক কৃতরা হলেন আবু তৈয়ব (২৬) ও মোঃ খোরশেদ আলম (৩৩)। রবিবার (২৮জুন) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাজির হাট এলাকা হতে আটক করা হয়। আটককৃত আবু তৈয়ব (২৬) খরনদ্বীপ এলকার আবদুল করিম সুকানির বাড়ির মোঃ ইউনুচের ছেলে ও মোঃ খোরশেদ আলম (৩৩ ) সারোয়াতলী ইউনিয়নের উত্তর কঞ্জুরী এলাকার খলিল সওদাগরের বাড়ির মৃত গবি সুলতানের ছেলে। অভিযান পরিচালনাকারী থানার এসআই সুমন কান্তি দে বলেন, এসআই আনিসুজ্জামান ও এএসআই সাহিদুল আলমসহ সংগীয় ফোর্সে উপজেলার হাজিরহাট এলাকার বঙ্গবুন্ধ হোমিও প্যাথিক হসপিতালের সামনে হতে মোবাইল ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে দুইজনকে আটক করে তার হেফাজতে থাকা এসময় ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ আবদুল করিম বলেন, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।