বোয়ালখালীতে ইয়াবাসহ যুবক আটক
মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, (বোয়ালখালী প্রতিনিধি): বোয়ালখালীতে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বোয়ালখালী থানা পুলিশ। তার নাম আলী আজগর (১৯)। সে উপজেলার পৌরসভাধীন ৫ নং ওয়ার্ড শাহ মোহাম্মদ চৌধুরী পাড়া আব্দুস সবুর চৌধুরীর নতুন বাড়ীর মোহাম্মদ আব্বাস এর ছেলে। সোমবার (১১ মে) রাতে পৌরসভা ৫নং ওয়ার্ড, হাজিরহাট স’মিল এলাকা হতে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে থানা সূত্রে জানা যায়। অভিযান পরিচালনা করেন, থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমান সহ সংগীয় ফোর্স। জানতে চাইলে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আলী আজগরকে আটক করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়। মাদকমুক্ত বোয়ালখালী গড়তে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।