বেতন পাচ্ছে না প্রায় ১১ মাস ধরে কাগতিয়া মাদরাসার শিক্ষকরা।
বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রামের রাউজানে অবস্থিত কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ. মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীরা দীর্ঘ ৯মাস বেতন পাচ্ছেনা বলে অভিযোগ উঠেছে। বেতন জনতা ব্যাংক গহিরা শাখায় জমা হলেও ব্যাংক ম্যানেজারের অসহযোগিতার কারণে গত জুলাই- ১৯ হতে প্রায় ১২ মাস ধরে উত্তোলন করতে পারছেন না বলে জানায় শিক্ষক ও কর্মচারীরা। মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি সূত্রে জানা যায়, গত জুলাই ১৯ হতে হঠাৎ ২৫ জন শিক্ষক কর্মচারীদের বেতনের সরকারি অংশ রাউজানের গহিরাস্থ জনতা ব্যাংকে জমা হলেও ব্যাংক ম্যানেজার তা প্রদান করছেন না। এ বিষয়ে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হলেও কোন ফল পাওয়া যায়নি বলে জিবি সভাপতি জানান। দীর্ঘ ১২ মাস বেতন না পেলে বুঝতেই পারছেন শিক্ষকদের মতো নিম্ন আয়ের মানুষরা কিভাবে বেঁচে থাকতে পারেন। কি কারণে ব্যাংক কর্তৃপক্ষ বেতন উত্তোলন করতে দিচ্ছেন না এ বিষয়ে জানতে চাইলে তিনি কিছুই বলেননি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেন- এ ব্যাপারে আমরা অনেক দেন-দরবার করেছি। এম পি সাহেবেরও শরণাপন্ন হয়েছি, কিন্তু কিছুই হয়নি। তিনি বলেন আমাদের এমপি সাহেব চাইলে এটি এক ঘন্টায় সমাধান করতে পারেন। আমাদের দেখারও কেউ নেই, শোনারও কেউ নেই। কোন সুনির্দিষ্ট কারণ ছাড়া একটি এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতনের সরকারী অংশ ব্যাংক কর্তৃপক্ষ কেন দিচ্ছেনা তা জনতা ব্যাংক গহিরা শাখার ম্যানেজার জানান… বিষয়টি যদি রাউজানের আভ্যন্তরীণ বিষয় হয় আশা করি এমপি মহোদয় এর বিহিত ব্যাবস্থা করবেন। সংশ্লিষ্ট মহলেরও উচিত দ্রুত বিষয়টি সমাধানে হস্তক্ষেপ করা।