বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় শেখ হাসিনা
যুক্তরাষ্ট্রের ফোর্বস ম্যাগাজিনের বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর একশো নারীর তালিকায় আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার প্রকাশিত এই তালিকায় তার অবস্থান ৪৩তম।ফোর্বসে বলা হয়, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব আছেন শেখ হাসিনা। বর্তমানে চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন। ক্ষমতায় এসে শেখ হাসিনা নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যখাত গুরুত্ব দিয়েছেন। বাংলাদেশে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।
ফোর্বসে আরও বলা হয়, নির্বাচনে ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ অস্বীকার করেছে শেখ হাসিনা ও তার দল।
প্রতি বছর ফোর্বসে বিশ্বের একশো ক্ষমতাধর নারীর তালিকা প্রকাশ করে। এর আগে, ২০২০ সালে ফোর্বসের প্রভাবশালী নারীর তালিকায় ৩৯তম স্থানে ছিলেন শেখ হাসিনা।