বিমান প্রতিমন্ত্রীর ঈশ্বরদী বিমানবন্দর পরিদর্শন।

Share the post

মোঃ রাসেল হোসাইন.ঈশ্বরদী,পাবনা: ঈশ্বরদীতে বিমান বন্দর পরিদর্শনে আসেন বে-সামরিক বিমান পরিবহন ও পর্যটক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহাবুব আলী।আজ শুক্রবার(১৫ অক্টোবর) ঈশ্বরদী বাসির দীর্ঘদিনের প্রানের দাবী বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দর চালুর দাবিতে বিভিন্ন প্রতিষ্ঠান মানববন্ধন করে।

প্রতিমন্ত্রী রুপপুর পারমাণবিক প্রকল্প পরিদর্শন শেষে, বন্ধ থাকা বিমান বন্দর পরিদর্শনে যাওয়ার পূর্বে রাত ৮ টায় ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ঈশ্বরদী খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে বিমান প্রতিমন্ত্রীর গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে গন সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাবনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এম পি, পাবনা ৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস,পাবনা সিরাজগঞ্জের সংরক্ষিত আসনের সাংসদ নাদিয়া ইয়াসমিন জলি।

 

আরো উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র ইছাহক আলী মালিথা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম খান, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মুরাদ আলী মালিথা প্রমূখ।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার প্রধান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী।

 

তিনি বলেন, বাংলাদেশের মধ্যে পাবনা জেলায় সবচেয়ে বেশি উন্নয়ন মূলক কাজ করেছে সরকার। ঈশ্বরদীতে ইপিজেড, বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রোজেক্ট রুপপুর পারমাণবিক প্রকল্পের কাজ চলছে।  ঢাকা – সৈয়দপুর, ঢাকা -চট্টগ্রাম, ঢাকা – কক্সবাজার রুটে একাধিক বিমান চলাচল করছে।

 

মন্ত্রী বলেন, পাবনা ৪ আসন সাংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ভাই সহ সকলকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে  বিমান বন্দর চালুর ব্যাপারে আলোচনা করে বিমান বন্দর চালু করার ব্যাবস্থা করবেন বলে ঈশ্বরদী বাসীকে আশা প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালন করেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু।

২০১৪ সালে সর্বশেষ ইউনাইটেড এয়ারওয়েজের ফ্লাইট নেমেছিল  ঈশ্বরদী বিমানবন্দরে। এরপর আর কোনো যাত্রীবাহী ফ্লাইট এখানে অবতরণ করেনি। দেশের সব বেসরকারি এয়ারলাইন্স কোম্পানি, পাবনা জেলা প্রশাসক ও ঈশ্বরদীবাসীর দীর্ঘদিনের দাবির পরও চালু করা হয়নি বিমানবন্দরটি।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ বেশকিছু উন্নয়ন প্রকল্প চলছে পাবনায়। বিদেশি নাগরিকসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়মিত যাতায়াত করতে হয় সেখানে। এছাড়া স্থানীয় ব্যবসা-বাণিজ্যের অনেক প্রসার ঘটেছে এরই মধ্যে। ঢাকা-চট্টগ্রাম দ্রুত যাতায়াতের জন্য বিমানবন্দরের বিমান পরিবহনের চাহিদা তৈরি হয়েছে। এসব কারণে সাত বছর ধরে বন্ধ থাকা ঈশ্বরদী বিমানবন্দরটি অবিলম্বে খুলে দেওয়ার আবেদন জানিয়েছেন সংশ্লিষ্টরা। এটি চালু হলে স্থানীয় ব্যবসায়ী ও এয়ারলাইন্স ব্যবসায়ী উভয়ে লাভবান হবে, পাশাপাশি সরকারেরও রাজস্ব আয় হবে বলে মনে করছেন তারা।

দীর্ঘ ১৭ বছর পর ২০১৩ সালে ইউনাইটেড এয়ারওয়েজ ঈশ্বরদী বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনা শুরু করে। কিন্তু ছয় মাস ১১ দিন চালু থাকার পর ২০১৪ সালের ২৯ মে আবার বন্ধ হয়ে যায় এটি। গত সাত বছরে এ বিমানবন্দরে কোনো যাত্রীবাহী ফ্লাইট ওঠা-নামা করেনি। তবে মাঝেমধ্যে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানগুলোকে এটি ব্যবহার করতে দেখা গেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

রাজশাহীর ধামরাই স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃত্বে সিফাত-আলমগীর

Share the post

Share the post সৈয়দ মাহিন ,রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :রাজশাহীতে অবস্থানরত সাভার-ধামরাই স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের ২০২৫-২৬ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আরবী বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ইয়াসির আরাফাত সিফাত  এবং সাধারণ সম্পাদক হিসেবে ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগের ২০২০-২১ সেশনের আলমগীর এইচ রানা নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) সংগঠনটির এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ […]

ওয়েব পোর্টাল উদ্বোধনের মধ্য দিয়ে ইবির আইসিটি বিভাগে নবীনবরণ

Share the post

Share the postইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগ ও স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব আইসিটি (এসএআইসিটি)-এর উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় বিভাগের ওয়েব পোর্টালের উদ্বোধনও করা হয়। রবিবার (১৭ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০২ নং এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় আইসিটি বিভাগের সভাপতি প্রফেসর ড. আলমগীর হোসেনের সভাপতিত্বে […]