বিজয় দিবসে শিকড় এর ফ্রি মাস্ক বিতরণ ও জনসচেতনতা কর্মসূচি
চট্টগ্রাম সংবাদ: সামাজিক সংগঠন শিকড় এর উদ্যোগে করোনা প্রতিরোধে জনসাধারণের মাঝে ফ্রি মাস্ক বিতরণ ও জনসচেতনতার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বিজয় দিবস উপলক্ষে নগরীর ২নং গেইটের বিপ্লব উদ্যানে ফ্রী মাস্ক বিতরণের আয়োজন করা হয়। শিকড় এর সভাপতি সাদেক এহতেশাম কাশফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাওইদ আলী চৌধুরীর পরিচালনায় উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সিনিয়র সদস্য ও মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড এর আহবায়ক হেলাল উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ফখরুদ্দীন বাবলু, মহানগর মৎস্যজিবী লীগের যুগ্ম আহ্বায়ক শাহেদ হায়দার খান, । জনসচেতনতা মূলক বক্তব্য রাখেন ইন্সপায়ার চট্রগ্রামের পরিচালক শাহাদাত নবী খোকা, যুব লীগ নেতা আলমাস, আসাদুল হক আসাদ ,একরামুল হক রনি, ছাত্রনেতা রিয়াদুল করিম রিয়াদ,ওমর ফারুক, সাইফুর রহমান মাসুদ, সাকিবুর রহমান সাকিব, প্রমুখ। বক্তারা বলেন, করোনা প্রতিরোধে এই মুহুর্তে জ্যাকসিন হচ্ছে মাস্ক, মাস্ক পড়–ন নিজেকে বাঁচান, পরিবারকে বাঁচান। করোনা সংক্রমনের দ্বিতীয় ধাপ চলছে প্রথম ধাপে জনগণের সচেতনতার কারণে ভালোভাবে কাটিয়ে উঠতে পেরেছি। দ্বিতীয় ধাপ মোকাবেলায় জনসচেতনতার বিকল্প নেই। তাই আসুন সচেতন হই। কর্মসূচির অংশ হিসেবে এক হাজার জনসাধারণের মাঝে ফ্রি মাক্স বিতরণ করা হয়।