

মো: শাকিল শেখ,সাভার(ঢাকা): বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের দ্রুত সুস্থতা কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ছাত্রদল।
শুক্রবার কলমা রওজাতুল কুরআন তাহফিজুল উলূম মাদ্রাসায় ঢাকা জেলা উত্তর ছাত্রদল এ দোয়া মাহফিলের আয়োজন করে।
দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং জুলাই বিপ্লবের শহীদদের আত্মার মাগফেরাতের জন্যও বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।