বিএনপি নেতা বকুলের সুস্থতা কামনায় রাবি ছাত্রদলের দোয়া মাহফিল

Share the post
সৈয়দ মাহিন,রাজশাহী বিশ্ববিদ্যালয়:রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে রাবি শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ইসমাইল হোসেন সিরাজী ভবনের ১২০ নম্বর কক্ষে বিকেল ৬টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলামের সঞ্চালনায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ইউট্যাব রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপক ড. মামুনুর রশিদ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘নতুন কমিটি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা করছি। আমাদের প্রিয় নেতা বকুল ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করি, যেন তিনি শিগগিরই আমাদের মাঝে ফিরে এসে সংগঠনের কার্যক্রমে আরও শক্ত ভূমিকা রাখতে পারেন।’
সভাপতির বক্তব্যে সুলতান আহমেদ রাহী বলেন, ‘বকুল ভাই একজন সৎ, সাহসী ও দূরদর্শী সংগঠক। আন্দোলন, মামলা, হামলা—সব পরিস্থিতিতে তিনি আমাদের পাশে থেকেছেন একজন অভিভাবকের মতো। খুলনাসহ দেশের নানা প্রান্তে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অগ্রগামী মুখ তিনি। আমরা মহান আল্লাহ তায়ালার কাছে তার দ্রুত আরোগ্য কামনা করছি।’
সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, ‘আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। সামনে রয়েছে ভোটের লড়াই। সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে এই আন্দোলনে নেতৃত্ব দিতে হবে। আমাদের অভিভাবকতুল্য বকুল ভাই আজ অসুস্থ—আমরা তার পাশে আছি এবং আল্লাহর কাছে তার দ্রুত আরোগ্য কামনা করছি।’
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক বলেন, ‘জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্রদল সম্মুখ সারিতে থেকে লড়েছে। শতাধিক নেতাকর্মী আহত-গ্রেফতার হয়েছেন। এই লড়াইয়ে সমন্বয় ও দিকনির্দেশনার মূল ভূমিকায় ছিলেন বকুল ভাই। তার সুস্থতা আমাদের আন্দোলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু বলেন, ‘বকুল ভাই সাবেক কিংবদন্তি ছাত্রনেতা। দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে তিনি ছাত্রদলে পুনর্জাগরণ ঘটিয়েছেন। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সংগঠনের মধ্যে শক্তিশালী যোগসূত্র তৈরি করেছেন তিনি। এই নিরলস পরিশ্রমের ফলেই আজ তিনি অসুস্থ আমরা তার সুস্থতার জন্য দোয়া করি।’
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সহ-সভাপতি জান্নাতুন নাইম তুহিনা, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ তাহের রহমান ও জাহিন বিশ্বাস এষা, দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনসহ বিভিন্ন হল ও অনুষদের ছাত্রদল নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

মির্জাপুরে পূবালী ব্যাংকের উপ-শাখার উদ্বোধন করেন উপমহাব্যবস্থাপক মুহাম্মদ বেল্লাল হোসেন

Share the post

Share the postসীমান্ত দাস, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ‎টাঙ্গাইলের মির্জাপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ২৪৩ তম উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা সদরের মুনসুর টাওয়ারের ২য় তলায় উপ-শাখাটির উদ্বোধন করেন উপ-মহাব্যবস্থাপক টাঙ্গাইল অঞ্চলের প্রধান মুহাম্মদ বেল্লাল হোসেন। রোববার (১৭ আগস্ট) বেলা এগারোটায় মুহাম্মদ আতাউর রহমানের সভাপতিত্বে উদ্বেধনী অনুষ্ঠানে আরও  বক্তব্য রাখেন, পূবালী ব্যাংক পিএলসি’র সহকারি মহাব্যবস্থাপক এহসানুল হক, […]

ইবি শিক্ষক বাস-যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮

Share the post

Share the postইবি প্রতিনিধি : কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকবাহী একটি কোস্টার বাসের সঙ্গে যাত্রীবাহী রূপসা পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। রবিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার এগারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ইবি পরিবহনের কোস্টার বাসটি (ঢাকা মেট্রো-ঝ-১১-০৯২৩) সকাল ১০টার দিকে কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে […]