বান্দরবানে পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু
ভারী বৃষ্টিতে পাহাড় ধসে বান্দরবানের একই পরিবারের নিখোঁজ ৩ জনের মধ্যে ১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম- বাজেরুং ত্রিপুরা। এ ঘটনায় এখনো নিখোঁজ ওই পরিবারের মা কৃষ্ণতি ত্রিপুরা ও ছেলে প্রদীপ ত্রিপুরা।বুধবার সন্ধ্যা ৬টার দিকে সদর ইউনিয়নের ছাংগ্যাহ ত্রিপুরা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ছাংগ্যাহ পাড়ার ঘাটে গোসল করার সময় পাহাড় ধস হওয়ায় ৪ জন মাটি চাপা পড়েন। তাদের উদ্ধারে কাজ শুরু করে রেড ক্রিসেন্টের উদ্ধার কর্মীরা।
এসময় একজনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে টানা বৃষ্টি আর দুর্গম এলাকা হওয়ায় উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।