বাড্ডায় ট্রাক চাপায় পঙ্গু বৃদ্ধের মৃত্যু

Share the post

রাজধানীর বাড্ডায় ট্রাকের ধাক্কায় তারা মিয়া (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার বাম পা নেই। স্টিলের ক্র্যাচ নিয়ে তিনি চলাফেরা করতেন।রোববার (২০ মার্চ) সকাল ৪টায় পূর্ব বাড্ডা বাড্ডা শাহাবুদ্দিন মোড়ে কবরস্থান রোডে এ দুর্ঘটনা ঘটে।

তারা মিয়া কুমিল্লা তিতাস উপজেলা চর মোহনপুর গ্রামের মৃত হায়দার আলী ছেলে। তিনি ২২নং পূর্ব বাড্ডা কবরস্থান রোডে ভাড়া বাসায় থাকতেন। পাঁচ ছেলে দুই মেয়ের জনক ছিলেন তিনি। মৃতের স্ত্রী হনুফা বেগম বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করেন।

বাড্ডা থানার উপ-পরিদর্শক এসআই মো. গোলাম মোস্তফা বলেন, রাস্তা পারের সময় দ্রুত গতির ট্রাকের ধাক্কায় মাথায় চাপ খেয়ে ঘটনাস্থলেই মারা যান তারা মিয়া। খবর পেয়ে সকাল সাড়ে ৪টায় সেখান থেকে তাকে উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ট্রাকটি এখনো শনাক্ত করা যায়নি, তবে সিসি ফুটেজ দেখে চেষ্টা চলছে, যোগ করেন গোলাম মোস্তফা।এসআই বলেন, তারা মিয়া দীর্ঘ পাঁচ বছর যাবত পুঙ্গ অবস্থায় চলাফেরা করতেন।

মৃতের ছেলে রুবেল মিয়া জানান, পূর্ব বাড্ডা কবরস্থানে রোডের ভাড়া বাসা থেকে ভোরে চা খেতে বের হন তারা মিয়া। দীর্ঘ ১৩ বছর যাবত পায়ে গেংডিং সমস্যা ছিলো তার। পরবর্তীতে পাঁচ বছর পূর্বে বাম পাঁ হাঁটুর নিচ থেকে কেটে ফেলা হয়। ডান পায়েও সমস্যা ছিলো। স্টিলের ক্রাচ নিয়ে চলাফেরা করতেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

চোরাচালান, মাদক দমন ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কোস্ট গার্ড দক্ষিণ জোন

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, প্রতিনিধি চ্যানেল ২১: বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এ অঞ্চলে আইন-শৃঙ্খলা বজায় রাখা, জনগণের জানমালের সুরক্ষা নিশ্চিত করা, চোরাচালান ও মাদক দমন, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ কার্যক্রম পরিচালনা থেকে শুরু করে নানামুখী দায়িত্ব পালনের মাধ্যমে […]

‎নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

Share the post

Share the post স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম জাহিদপুর গ্রামের তানভীর আহমেদ (৩০) নামে এক যুবক নিজ রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মৃত সিরাজ মিয়ার পুত্র। ‎স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাতের দিকে তানভীর নিজের রুমে ঘুমাতে যান। শনিবার সকাল ৯টার দিকে রুমের দরজা না খোলায় পরিবারের সদস্যরা […]