বাগেরহাট পৌর নির্বাচনে ৩৬ জনের মনোনয়ন বৈধ ঘোষনা
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট পৌর নির্বাচনে ৩৬ জনের মনোনায়ন পত্রই বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ফারাজি বেনজীর আহমেদ। মঙ্গলবার সকালে সকল প্রার্থীদের উপস্থিতিতে তিনি এ ঘোষণা দেন। আসন্ন পৌর নির্বাচনের চতুর্থ ধাপে আগামী ১৪ ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে বাগেরহাট পৌরসভায় মেয়র পদে ২ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৬ জন এবং সাধারন কাউন্সিলর পদে ২৮ জন প্রার্থী গত ১৭ ই জানুয়ারি মনোনায়ন পত্র জমা দেন। জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা ফারাজি বেনজীর আহমেদ বলেন আগামী ২৬ জানুয়ারি এবই সময়ে প্রতিক বরাদ্দ দেওয়া হবে এবং শুধুমাত্র প্রার্থীদের উপস্থিত থাকতে অনুরোধ করেন। এছাড়া সকল প্রার্থীদের আচরণ বিধি মেনে চলার উপর জোর তাগিত দেন। উল্লেখ্য বাগেরহাট পৌরসভার নির্বাচনে ৩৮২০০ জন ভোটার যার মধ্যে নারী ভোটার সংখ্যা ১৯৭৭৯ এবং পুরুষ ভোটার সংখ্যা ১৮৪২১ জন আগামী ১৪ ই ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবসে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।