বাগেরহাটে মুজিব শতবর্ষ উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা
মেজবাহ ফাহাদ(বাগেরহাট প্রতিনিধি) বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নে মুজিববর্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে মুজিববর্ষ উপলক্ষ্যে এসপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের হাজার হাজার নেতা-কর্মী জড়ো হতে থাকে। শত শত অটোরিক্স্রা, ভ্যান, মোটর সাইকেল, মিনি ট্রাক নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এ শোভযাত্রার নেতৃত্ব দেন খাউলিয়া ইউপি চেয়ারম্যান আবুল খায়ের। বর্ণাঢ্য শোভাযাত্রা খাউলিয়া ইউনিয়নের বিভিন্ন রাস্তা ও মোরেলগঞ্জ-শরনখোলা আঞ্চলিক মহাসড়কের পল্লীমঙ্গল এলাকা প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ চত্বরে শেষ হয়। পরে শোভাযাত্রাটি সমাবেশে পরিণত হয়। এসময় অনুষ্ঠিত সমাবেশে ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ মাষ্টার আবুল খায়ের হাওলাদার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। দক্ষিণাঞ্চলের মানুষের প্রাণের দাবি পদ্মা সেতু আজ উন্মুক্ত হওয়ার অপেক্ষায়। চিকিৎসা সেবা জনসাধারণের আজ দোঁড়গোড়ায়। বিনামূল্যে শিক্ষার্থীদের বই বিতরণ, মুক্তিযোদ্ধা ভাতা,বয়স্ক ভাতা , বিবধা ভাতা ও প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতা এ সরকারের অবদান। ভূমি ও গৃহহীনদের আবাসন ব্যবস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনাই চালু করছেন