বাগেরহাটে প্রায়ত প্রতিমন্ত্রীর মৃত্যুবার্ষীকিতে বর্তমান সাংসদের শ্রদ্ধাঞ্জলী

Share the post

মেজবাহ ফাহাদ, বাগেরহাট

বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য আলহাজ¦ ডাঃ মোজাম্মেল হোসেন এর ১ম মৃত্যু বার্ষিকীতে সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ ও শ্রদ্ধাঞ্জলী জানিয়েছেন বর্তমান সংসদ সদস্য এ্যাড.আমিরুল আলম মিলন । রোববার সকালে উপজেলার কচুবুনিয়া গ্রামের প্রয়াত এ সংসদ সদস্য ডাঃ মোজাম্মেল হোসেন সমাধিতে তিনি ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও কবর জিয়ারত করেন। এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ এমদাদুল হক এমদাদ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে পৌর মেয়র এসএম মনিরুল হক তালুকদাররের আয়োজনে ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে মোজাম্মেল হোসেন এর ১ম মৃত্যু বার্ষিকীতে কোরআন খানি ,মিলাহ মাহফিল ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন পাঁচ বারের নির্বাাচিত এমপি ও সাবেক মন্ত্রী ডা. মোজাম্মেল হোসেন গত বছরের ১০ জানুয়ারী ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি ইন্তেকাল করেন।
১৯৪০ সালের ১ অক্টোবর মোড়েলগঞ্জ উপজেলার কচুবুনিয়া গ্রামের তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হাজী রহমত আলী ও মা ময়ফুল বিবি। ১৯৫৮ সালে তিনি এসএসসি, ১৯৬১ সালে এইচএসসি, ১৯৬৪ সালে চিটাগং মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। চিটাগং মেডিকেলে পড়াকালীন তিনি ছাত্রলীগের সভাপতি ছিলেন। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন। ১৯৭৩ সালে মোরেলগজ্ঞ থানা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। পর পর দুবার তিনি এই পদে নির্বাচিত হন। ১৯৭৯ সালে বর্ষীয়ান এই নেতা বাগেরহাট মহাকুমা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। দীর্ঘ ৫০ বছর তিনি বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
১৯৯১ সালে বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট) আসন থেকে তিনি জয়লাভ করে প্রথমবার বাংলাদেশ জাতীয় সংদস্য নির্বাচিত হন। পরে তিনি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার সময়েই বিধবাভাতা, দারিদ্র্য ভাতা, বয়স্কভাতাসহ দেশের সাধারণ মানুষের কল্যাণকর অনেক সুযোগ-সুবিধা প্রদান শুরু হয়।
তিনি একমাত্র পুত্র সন্তান প্রফেসর মাহমুদ হোসেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক । তার প্রয়াত স্ত্রী জাহানারা বেগম বাগেরহাট আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রদান শিক্ষিকা ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের চাপায় যুবক নিহত

Share the post

Share the postএ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে মালবাহী ট্রাকের ধাক্কায় অন্য ট্রাকের সহযোগী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)দুপুরে উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানজু শেখ (১৮) গোপালগঞ্জ সদরের খেলনা এলাকার ট্রাক চালক ইকবাল শেখের ছেলে। ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মোল্লা মনিরুজ্জামান জানান, ট্রাক চালক ইকবাল শেখ বাগেরহাটের […]

বাগেরহাটে পিকআপ-ইজিবাইকের সংঘর্ষে নারী সহ নিহত- ৪

Share the post

Share the postএ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছে। এসময় আরো ৩ যাত্রী আহত হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ফকিরহাটের কাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বাগেরহাটের মুনিগঞ্জ এলাকার নোমান শেখের স্ত্রী স্কুল শিক্ষিকা নিপা বেগম (২৮), রামপাল উপজেলার নবাবপুর এলাকার […]